#কলকাতা: সামনে শুধুই দিগন্ত বিস্তৃত আলোকমালায় সেজে ওঠা, রঙিন, ফুরফুরে এই তিলোত্তমা । দিকশূন্যপুরের ঠিকানা হয়তো এখানেই কোথাও লুকিয়ে রয়েছে । আর সেই রেখার এক বিন্দুতে ব সে রয়েছেন আপনি...হ্যাঁ আপনিই । সবান্ধবে বা একা, নির্জনে বা কুজনে । পরিবেশের মাধুর্য্যই আপনাকে ভরিয়ে দেবে অর্ধেকটা, আর বাকি অর্ধেকের দায়িত্ব নেবে হোয়াটসঅ্যাপ ক্যাফে ।
পুজোর জন্য স্পেশ্যাল নানারকম সুস্বাদু মেন্যু নিয়ে হাজির হয়ে গিয়েছেো ১২২এ, সার্দান এভিন্যু’র সাত তলার এই অভিজাত ক্যাফে । ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর দুর্গা পুজো স্পেশ্যাল হরেক পদে আপনার পদ সাজিয়ে দেবে হোয়াটসঅ্যাপ ক্যাফে । খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ২টো পর্যন্ত ।
ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টালের প্রচুর আইটেম থাকবে আপনার জন্য । মকটেলে থাকছে নানারকম মিল্ক শেক, মোল্টেন চকোলেট ব্রাউনি শেক, স্পাইসি আলফান্সো, গুয়াভা হারি মির্চ ।
স্টার্টারে রয়েছে- রেশমি চিকেন চিলি, কাজুন স্পেশ্যাল চিকেন, ফিস লসুনি কাবাব, চিকেন এস্কালোপ, শিমলা পনীর টিক্কা কাবাব, গোবি তন্দুরি, ব্রুচেতা উইথ মাশরুম ।
এরপর মেইন কোর্সে রয়েছে- মুর্গ মালাই মাখনওয়ালা, কিমা মাখনওয়ালা, শেফার্ড’স পাই, প্রণ রোস্ট, প্রণ থার্মিডর, প্রণ ইন হানি হুনান সস, বেকড ভেকটি, মিট লভার্স পিৎজা, হোয়াটসঅ্যাপ দেশি পিৎজা, মুর্শিদাবাদী আলুর দম, মাশরুম ও পট্যাটো ক্যাসারোল, ক্যান্টোনিজ প্যান ফ্রাযেড নুডলস, বার্ন্ট জিঞ্জার ক্যাপসিকাম ফ্রায়েড রাইস, কাশ্মীরি পোলাও, ক্যারোট অ্যান্ড পিস পোলাও ।
এ ছাড়াও রয়েছে ডেসার্ট---চিজ কেক, আইসক্রিম, মিনি বেকড আলাস্কা, বাটারস্কচ মুজ ।
এর মধ্যে কিছু রয়েছেো শেফ’স পিক আইটেম- কাজুন স্পেশ্যাল চিকেন, বেকড ভেটকি উইথ ভেলট সস, মাশরুম-পট্যাটো ক্যাসারোল, মূর্শিদাবাদী আলুর দম, মিনি বেকড আলাস্কা ।
দু’জনের জন্য খরচ ধার্য করা হয়েছে ১২০০ টাকা । (পানীয় ছাড়া)
ছবি: হোয়াটসঅ্যাপ ক্যাফে’র সৌজন্যে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Resto-puja-2020, What's Up! Cafe