ভাবছেন খাজাতেই পুজোর আসল মজা? সপ্তমীর দিন তাহলে খেয়ে দেখুন ক্ষীরের লুচি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ক্ষীরের লুচি- সপ্তমীর দিন যদি শেষ পাতে থাকে এই পদ, তার মান্য ত্রিভুবনে হবেই!
Kheer er Luchi Recipe: সময় বদলে যায়, তার সঙ্গে বদলে যায় খাওয়াদাওয়ার ধরনও। এই যেমন, এক সময়ে খাজা ছিল বাঙালির মিষ্টির তালিকায় হামেশাই হাজিরা দেওয়া পদ। হবে না-ই বা কেন, মুচমুচে মিষ্টি লুচির মতো বড় রসালো এই পদের মোহ জিভ সহজে ছাড়তেই চায় না। তবে চেহারায় মিল থাকলে লুচি তো আর সে নয়। কিন্তু লুচিপ্রিয় বাঙালি বরাবর বৈচিত্র্যে বিশ্বাসী, ওই খাজার মতোই আরও একটা মিষ্টি সে ঠিক আবিষ্কার করে ফেলল। নাম দেওয়া হল- ক্ষীরের লুচি। সপ্তমীর দিন যদি শেষ পাতে থাকে এই পদ, তার মান্য ত্রিভুবনে হবেই! দেখে নেওয়া যাক বাংলার সাবেকি অধুনা বিলুপ্ত এই পদ কী করে বানাতে হয়।
উপকরণ
- ময়দা- ৫০০ গ্রাম
- খোয়া ক্ষীর- ৩০০ গ্রাম
- চিনি- ৩ কাপ
- ছোট এলাচ- ১৫টা/গোলাপি আতর- কয়েক ফোঁটা
- ঘি- ২ চা-চামচ
- সাদা তেল- মাপ মতো
advertisement
প্রণালী
- সবার প্রথমে ৩ কাপ জল একটা পাত্রে গরম করতে দিতে হবে। জল গরম হলে এর মধ্যে ২ কাপ চিনি দিয়ে ফুটিয়ে রস তৈরি করে নিতে হবে। রস হালকা ঘন গোছের হবে, একেবারে ট্যালটেলে হবে না।
advertisement
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
- এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো মিহি করে গুঁড়ো করে নিতে হবে।
- এর পর খোয়া ক্ষীর ভাল করে বেটে নিতে হবে। এমন ভাবে বাটতে হবে যাতে মোমের মতো মিহি হয়ে আসে। বাটার সময়ে এতে গোলাপি আতর বা এলাচ গুঁড়ো দিতে হবে।
advertisement
- এবার ওই বেটে নেওয়া খোয়া ক্ষীর থেকে লেচি তৈরি করে যেমন ভাবে লুচি বেলে, সেরকম ভাবে ছোট মাপে বেলে নিতে হবে।
আরও পড়ুন - কোলেস্টেরল-আতঙ্কে পুজোর ভোজে চিন্তা, বিশেষ পানীয় রয়েছে তো
- ময়দা জল দিয়ে ভাল করে ঠেসে লেচি কেটে বেলে নিতে হবে।
- এবার একটা ময়দার লেচির ওপরে ক্ষীরের লেচি বসাতে হবে।
advertisement
- আরেকটা ময়দার লেচি ওপর থেকে চাপিয়ে ধারগুলো মুড়ে নিতে হবে।
- কড়ায় লুচি ভাজার মতো ডুবো তেল আর ঘি মিশিয়ে গরম করে নিতে হবে।
- একটা একটা করে ভেজে তুলতে হবে ক্ষীরের লুচি।
- ভাজার সঙ্গে সঙ্গে ডুবিয়ে রাখতে হবে চিনির রসে, পরিবেশন করতে হবে তার পরে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2022 10:29 AM IST