Durga Puja:নিজের মাতৃভাষায় তৈরি মন্ত্র, আদিবাসী রীতিতে দুর্গাপুজো করেন আদিবাসী মহিলা

Last Updated:

প্রথমদিকে প্রবল বাধা এসেছিল সমাজের একাংশ থেকে। কিন্তু দমে যাননি সরস্বতী। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পুজো শুরু করেছিলেন। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন টানা ২৩ বছর ধরে সপ্তমীতে প্রতিমা প্রতিষ্ঠা, অষ্টমী-নবমীর মহাভোগ, আর বিজয়ার পর পুরনো প্রতিমা বিসর্জন—সবই চলছে নিয়ম মেনে

+
দুর্গাপুজো

দুর্গাপুজো

হিড়বাঁধ, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সংস্কৃত মন্ত্র জানা নেই। ব্রাহ্মণ পুরোহিত নেই। তবু টানা ২৩ বছর ধরে নিজের মাতৃভাষায় তৈরি মন্ত্রে দুর্গাপুজো করে চলেছেন বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের দোমোহানি গ্রামের আদিবাসী রমণী সরস্বতী হাঁসদা। দক্ষিণ বাঁকুড়ার এই গ্রামে দুর্গাপুজো মানেই এক অন্য স্বাদ। কারণ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যেখানে মূর্তিপুজো নিষিদ্ধ, সেখানে শুরু হয়েছিল এই ব্যতিক্রমী পুজো।
প্রথমদিকে প্রবল বাধা এসেছিল সমাজের একাংশ থেকে। কিন্তু দমে যাননি সরস্বতী। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পুজো শুরু করেছিলেন। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন টানা ২৩ বছর ধরে সপ্তমীতে প্রতিমা প্রতিষ্ঠা, অষ্টমী-নবমীর মহাভোগ, আর বিজয়ার পর পুরনো প্রতিমা বিসর্জন—সবই চলছে নিয়ম মেনে। তবে ব্যতিক্রম এখানেই যে পুরোহিত নেই, নিজেই পুজো করেন সরস্বতী, সম্পূর্ণ আদিবাসী রীতিতে। বছরভর প্রতিমা থাকে তাঁর বাড়িতেই, প্রতিদিন করা হয় নিয়মিত আরাধনা।
advertisement
স্থানীয়রা জানান, পুজোর তিনদিন ধরে অন্নভোগে অংশ নেন হাজারও মানুষ। সঙ্গে থাকে ধামসা-মাদলের তালে আদিবাসী নাচ-গান। এখন আর শুধু গ্রামবাসী নয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এমনকি কলকাতা থেকেও ভিড় জমান দর্শনার্থীরা। সরকারি আর্থিক সাহায্যও পান তিনি, ঠিক অন্যান্য পুজো কমিটিগুলির মতোই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja:নিজের মাতৃভাষায় তৈরি মন্ত্র, আদিবাসী রীতিতে দুর্গাপুজো করেন আদিবাসী মহিলা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement