Durga Puja Fashion Tips: শ্যামলা, শ্যামলা বরণে শরীরে লেপ্টে শাড়ি, পুজোয় তুফান তুলুন
- Published by:Debalina Datta
Last Updated:
রূপের কায়ায় থাক সাজের মায়া! শ্যামলা হলে এই শাড়িগুলোতে দুর্দান্ত দেখাবে, দেখে নিন পুজো শুরুর শেষ মুহূর্তে!
#কলকাতা: গ্রীষ্মপ্রধান দেশ। স্বাভাবিকভাবেই এদেশীয় মানুষের গায়ের রঙ কৃষ্ণবর্ণ।পুরাণে কাউকে ‘নব দুর্বাদলের ন্যায়’ বলা হয়েছে, আবার কাউকে ‘ঘনশ্যাম’।
সামনেই পুজো। সাদা রঙের প্রতি আকর্ষণ থাক। রূপচর্চাও চলুক। কিন্ত সব রঙ যে সব মহিলাকে সমানভাবে মানায় না সেটাও মাথায় থাক। তাই পোশাক বাছতে হবে ত্বকের টোন অনুযায়ী। তবেই ফুটে উঠবে ভিতরের সৌন্দর্য। হাত ধরাধরি করে চলবে ব্যক্তিত্ব। এখানে এমন কিছু শাড়ির হদিশ দেওয়া হল যেগুলো শ্যামলা মহিলাদের জন্য আদর্শ।
advertisement
হলুদ বা সোনালি রঙের শাড়ি: ক্যাজুয়াল শাড়ি পরতে চাইলে লাইম ইয়েলো কালার শেড বেছে নেওয়া যায়। তবে পুজো বা অনুষ্ঠানের জন্য পারফেক্ট সোনালি শাড়ি। পাড়ে সোনালি কাজ থাকলে আরও ভাল। শ্যামলা মহিলাদের রাজকীয় লুক এনে দেয়। চাইলে এই শাড়িতেই কনট্রাস্ট বর্ডার বেছে নেওয়া যায়। এটা সত্যিই ব্যক্তিত্বে অতিরিক্ত গ্যামার যোগ করবে।
advertisement
advertisement
সাদা শাড়িতে জ্বলজ্বল করবে: লাল পাড় সাদা শাড়ি। এটাই পুজোর ট্রেডমার্ক পোশাক। শ্যামলা মহিলাদের জন্যও এটা নিরাপদ লুক। এর সঙ্গে স্টাইল করতে চাইলে কালো প্লেইন ব্লাউজ পরা যায়। এতে কনট্রাস্ট আসবে। এর সঙ্গে থাকুক অক্সিডাইজড গয়না। চোখে কোহল মেকআপ। কপালে টিপ আর কানে ঝুমকো। এক কথায় অনবদ্য।
advertisement
ধূসর রঙের শাড়ি: ধূসর হল সাদা এবং কালোর মধ্যে একটা রঙ। শ্যামলা ত্বকে দুর্দান্ত দেখায়। ধূসর রঙা শাড়ি ব্যক্তিত্বেও নাটকীয়তা যোগ করে। এর সঙ্গে থাক স্টাইলিশ ব্লাউজ। গলায় কালো পুঁতির মালা। কানে ছোট দুল। ব্যস, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, এই শাড়ি এক আলাদাই স্টেটমেন্ট লুক তৈরি করে দেবে।
advertisement
কালো শাড়ি সেরা বিকল্প: আসলে কালো একটা অত্যাশ্চর্য রঙ। এই রঙের শাড়িতে যে কোনও মহিলাকেই সুন্দর লাগে। কিন্তু শ্যামলা মেয়েরা কালো শাড়ি পরলে যেন মায়া জড়ানো থাকে। এক অন্যরকম লাবণ্য খেলে যায়। এর সঙ্গে থাকুক লম্বা নেকপিস। এটাই চেহারাকে বিশেষ করে তুলবে।
ফ্লোরাল শাড়িতে ম্যাজিক: এই ধরনের শাড়ির সঙ্গে চাই ম্যাচিং কিংবা প্লেইন ব্লাউজ। চোখে থাক হালকা মেকআপ। ঠোঁট হোক উজ্জ্বল। এর সঙ্গে খোঁপায় ফুলের মালা জড়ালেই সাজ কমপ্লিট।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 12:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion Tips: শ্যামলা, শ্যামলা বরণে শরীরে লেপ্টে শাড়ি, পুজোয় তুফান তুলুন