Durga Puja 2022: নবমীর সকালের সাজ হোক ছিমছাম অথচ গর্জাস! মেখলা থেকে চিকনকারি হতে পারে প্রথম পছন্দ

Last Updated:

নবমীর সকালের সাজের জন্য ট্রাডিশনাল পোশাকই বেছে নেওয়া ভাল। কিন্তু ট্রাডিশনাল অথচ একটু অন্য ধারার সাজের জন্য বেছে নিতে পারেন...

Durga Puja 2022: Mekhla or chikan kurta can be trendy Nabami morning fashion statement
Durga Puja 2022: Mekhla or chikan kurta can be trendy Nabami morning fashion statement
#কলকাতা: অষ্টমীর অঞ্জলি আর সন্ধিপুজোর রেশ কাটতে না-কাটতেই হাজির হল নবমীর সকাল। মনে আনন্দ থাকলেও তাতে কোথাও যেন মিশে থাকে বিষাদের ছোঁয়া। কিন্তু নবমী বলে কথা! না-সাজলে কি চলে? তাই নবমীর সকালের সাজ হওয়া উচিত ছিমছাম অথচ গর্জাস। সেই কারণে একটু আলাদা একটা লুক ক্রিয়েট করাই যায়। আর এমন লুক আনলে পুজো প্যান্ডেলের ভিড়ে আপনিই হয়ে উঠতে পারবেন অনন্যা। তাই আমরাই দেব নবমীর সকালের নজরকাড়া লুকের টিপস।
মেয়েদের পোশাক:
নবমীর সকালের সাজের জন্য ট্রাডিশনাল পোশাকই বেছে নেওয়া ভাল। কিন্তু ট্রাডিশনাল অথচ একটু অন্য ধারার সাজের জন্য বেছে নিতে পারেন অসমের মেখলা। সকালে সিল্কের মেখলা না-পরতে চাইলে মেয়েরা বেছে নিতে পারেন সুতির মেখলা। নিজের পছন্দমতো উজ্জ্বল রঙের মেখলা পরলে সকলের নজর তাঁদের দিকেই থাকবে। মেখলা তো তা-ও অনেকেই পরেন! একটু অন্য রকম লুকের জন্য কেরলের সেট মুন্ডুও বেছে নেওয়া যায়। সোনালি পাড়ের সুতির সাদা সেট মুন্ডু পরে যেমন আরাম, তেমনই লুকে একটা আলাদা মাত্রাও যোগ করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেট মুন্ডু সাধারণত সাদা খোলেরই হয়, শুধু পাড়ের রঙ আলাদা-আলাদা হয়। এই ধরনের কিছু ট্রাই করার ইচ্ছে না-থাকলেও রয়েছে উপায়। সে-ক্ষেত্রে বেছে নেওয়া যেতে পারে সাদা অথবা হালকা রঙের সুতির চিকনকারি শাড়ি। এই ধরনের আউটফিটের সঙ্গে পরতে হবে কোলাপুরি স্টাইল স্যান্ডেল অথবা ফ্ল্যাট স্যান্ডেল। তবে চিকনকারি শাড়ির সঙ্গে টিম-আপ করতে পারি আমরা এম্বেলিশড জুতি-ও।
advertisement
মেক-আপ এবং চুলের সাজ:
সকালের সাজের সঙ্গে মেক-আপটা হালকাই রাখা ভাল। তবে চোখ আঁকতে হবে ট্র্যাডিশনাল স্টাইলে। হালকা কিংবা ন্যুড শেডের লিপস্টিকে রাঙিয়ে তুলতে হবে ঠোঁট। আর টিপ পরতে ভুললে চলবে না! চুল ছেড়ে রাখলে মোটা করে লাগিয়ে নেওয়া যেতে পারে তাজা জুঁই ফুলের মালা। কিংবা চুলে খোঁপা বাঁধলেও তাতে লাগিয়ে নেওয়া যায় ফুলের মালা। তবে হ্যাঁ, লাল-কালো কিংবা লাল-সাদা কম্বিনেশনের পোশাক পরলে খোঁপায় লাগানো যেতে পারেন জবা ফুলের মালা। এতে অন্য রকম একটা লুক আসবে।
advertisement
advertisement
অন্য রকম হওয়ার চাবিকাঠি
নবমীর সকালে মেখলা পরলে রঙের সঙ্গে সাযুজ্য রেখে বেছে নেওয়া যায় নাগা বিডসের ট্রাইবাল জুয়েলারি। তবে গয়না পরতে না-চাইলে ক্যারি করা যায় বেতের স্লিং ব্যাগ। কেরলের সেট মুন্ডু পরার প্ল্যান করলে অবশ্যই বেছে নিতে হবে টেম্পল জুয়েলারি। এ-ভাবে স্টাইলিং করলে ভিড়ের মধ্যে নজর কাড়বেন যে কোনও মেয়েই। আর চিকনকারি শাড়ির সঙ্গে অ্যাকসেসরি হিসেবে নিতে হবে মানানসই ট্র্যাডিশনাল ধাঁচের পোটলি স্টাইল ব্যাগ।
advertisement
ছেলেদের পোশাক:
নবমীর সকালে ছেলেরা জিনসের সঙ্গে গলিয়ে নিতে পারেন শর্ট কুর্তা। আবার পাজামা-পাঞ্জাবি তো পরাই যায়। তবে পাঞ্জাবি বা কুর্তার উপর একটা এথনিক মোটিফের জ্যাকেট চাপিয়ে নিলেও দুর্দান্ত দেখাবে। গরমে যদি জ্যাকেট না-পরতে চান, তা-হলে বেছে নেওয়া যেতে পারে চিকনকারি কাজের পাঞ্জাবি। কিন্তু সে-ক্ষেত্রে জমকালো চিকনকারি কুর্তা না-পরে বেছে নিতে হবে হালকা চিকনকারি কাজের পাঞ্জাবি। গলার কাছে কিংবা কাঁধের কাছে হালকা চিকনকারি কাজ করা কুর্তা নবমীর সকালে বেশি নজর কাড়বে। আর পায়ে এথনিক স্টাইলের স্ট্র্যাপি স্যান্ডেল গলিয়ে নিতে ভুললে চলবে না!
advertisement
অন্য রকম হওয়ার চাবিকাঠি:
হালকা রঙ আর হালকা কাজের কুর্তা কিংবা পাঞ্জাবি পরলে বেছে ছেলেরা নিতে পারেন ইক্কতের মতো কাপড়ের ট্র্যাডিশনাল জুতো। এই ধরনের জুতো বিভিন্ন বুটিকে তো বটেই, এমনকী অনলাইনেও পাওয়া যায়!
বিশেষ বিষয়—
করোনার দাপট কমলেও ভাইরাস এখনও বিদায় নেয়নি। তাই অতিরিক্ত ভিড়ে যাওয়ার সময় মাস্কে নাক-মুখ ঢাকতে ভুলে গেলে চলবে না। প্রয়োজনে পোশাকের সঙ্গে মানানসই মাস্ক নিয়ে বেরোতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2022: নবমীর সকালের সাজ হোক ছিমছাম অথচ গর্জাস! মেখলা থেকে চিকনকারি হতে পারে প্রথম পছন্দ
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement