ঘরে আনতে চান নয়া বাইক, দেখে নিন ‘Ducati’-র ১১ লাখি নয়া মডেল!

Last Updated:
#নয়াদিল্লি : ভারতীয় বাইকের বাজারে ‘ধুম’ মাচাতে আসছে নয়া বাইক ৷ আনছে স্ক্র্যাম্বলার ৷ Ducati নিজের সোশ্যাল অ্যাকাউন্টে এই নয়া বাইকের আগমনের ঘোষণা করেছে  ৷
ইতিমধ্যেই এই বাইকের বুকিং নেওয়া শুরু হয়ে গেছে ৷ দাম শুরু হবে সাড়ে ১১ লাখ টাকা থেকে ৷ এছড়াও সাড়ে ১২ এবং সাড়ে ১৩ লাখেও থাকবে এর আরও নানারকমের মডেল ৷
Ducati-র পক্ষ থেকে জানানো হয়েছে নিজের জীবনে একটা বড় পদক্ষেপ নিতে এবং আনন্দের জগতে পা রাখতে এই Ducati -র বাইক ৷ Ducati বললেই একটা বড় বিষয় ৷ ব্র্যান্ডের জগতে Ducati -র কোনও জবাব নেই তা বলার অপেক্ষা রাখে না ৷
advertisement
advertisement
সারা পৃথিবীর বাজারে তিনটি মডেলের Ducati স্ক্র্যাম্বলার আসবে ৷ তবে গ্রাহকের পছন্দমতো পার্সোনালাইজড টাচ দিয়ে নিতে পারেন নিজের বাইকে ৷
তিনটি মডেলেরই ১.০৭৯ সিসি এয়ার কুলড টুইন ইঞ্জিন যা ব্যবহার হত Ducati Monster 1100 মডেলেও ৷ তবে চরিত্রে কিছুটা ছোটখাটো বদল করা হয়েছে ৷ ম্যাক্সিমাম পাওয়ার হবে ৮৬ hp ৭৫০০ rpm সঙ্গে ৮৮ Nm ৷ স্লিপার ক্লাচ সহ ৬ গিয়ার বক্স থাকবে এই নয়া বাইকে ৷
advertisement
ূূূূূূূ
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘরে আনতে চান নয়া বাইক, দেখে নিন ‘Ducati’-র ১১ লাখি নয়া মডেল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement