ব্যক্তি কেমন খাবার পছন্দ করেন বলে দেয় তাঁর পোশাক, দাবি সমীক্ষার!

Last Updated:

ক্যাজুয়াল পোশাক যাঁরা পরেন, তাঁদের তুলনামূলক ভাবে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে ঝোঁক বেশি থাকে।

#নয়াদিল্লি :  পোশাকের মধ্যে নিঃসন্দেহেই জনৈক ব্যক্তির মানসিকতাটি প্রকট হয়ে ওঠে। পোশাকের ক্ষেত্রে কোন রং তিনি বেছে নিয়েছেন, তার মাধ্যমে কিছুটা হলেও প্রতিফলিত হয়ে থাকে তাঁর ব্যক্তিত্ব। পোশাকের কাট কেমন, সেই দিক থেকে তাঁর মূল্যবোধের দিকটি খানিকটা হলেও মেপে নেওয়া যায়, বোঝা যায় ঠিক কোন ধরনের সংস্কৃতির মধ্যে স্বস্তিবোধ করে থাকেন তিনি! আবার জীবনযাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অতিমাত্রায় গম্ভীর না গা-ছাড়া মনোভাব পোষণ করেন, সেটাও বলে দিতে পারে তাঁর বেছে নেওয়া পোশাক! তা বলে জনৈক ব্যক্তির খাদ্যাভ্যাসও কি পোশাকে ধরা দিতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও সম্প্রতি চিনের এক সমীক্ষক দল এ হেন দাবি তুলেছেন বিশ্ব দরবারে।
সাংহাইয়ের এশিয়া ইউরোপ বিজনেস স্কুলের মার্কেটিংয়ের অধ্যাপক জিহুয়া ওয়াংয়ের নেতৃত্বাধীন এই সমীক্ষা ২৭৭ জন ছাত্রছাত্রীদের নিয়ে পরিচালনা করা হয়েছিল। ক্যাজুয়াল এবং ফর্ম্যাল এই দুই পোশাকধারার ভিত্তিতে পরখ করে দেখা হয়েছিল তাদের খাবার নিয়ে প্রবণতা। এ ক্ষেত্রে সমীক্ষকরা ছাত্রছাত্রীদের ভেঙে নিয়েছিলেন দুই ভাগে- এক দল যাঁরা পরে রয়েছেন বিজনেস স্যুট বা জিন্স; অন্য দল যাঁরা পরে রয়েছেন ক্যাজুয়াল কোনও পোশাক। এর পর বিকেলের জলখাবারে পরিবেশন করা হয় পটেটো চিপস আর চেরি টম্যাটো। উদ্দেশ্য ছিল কোন দল স্বাস্থ্যকর খাবার বেছে নিচ্ছে, সেটি খতিয়ে দেখা!
advertisement
advertisement
ডেইলি মেলে প্রকাশিত খবর মোতাবেকে যাঁরা ফর্ম্যাল পোশাক পরে রয়েছেন, তাঁদের মধ্যে অর্ধেক কোনও কিছুই খেতে চাননি। বাকি অর্ধেকের ২ শতাংশ পটেটো চিপস বেছে নিয়েছিলেন। যাঁরা জিন্স পরে ছিলেন, তাঁদের মধ্যে ৪০ শতাংশ দুই ধরনের খাবারই খেয়েছেন। আর যাঁরা ক্যাজুয়াল পোশাক পরে ছিলেন, সবারই মানসিকতা ছিল পটেটো চিপস খাওয়ার দিকে!
advertisement
এই পরিসংখ্যানের ভিত্তিতে সমীক্ষকরা বলছেন যে যাঁরা ফর্ম্যাল পোশাকে স্বচ্ছন্দ বোধ করেন, তাঁরা অন্যদের তুলনায় স্বাস্থ্যকর খাবার বেশি খেয়ে থাকেন। অন্য দিকে, ক্যাজুয়াল পোশাক যাঁরা পরেন, তাঁদের তুলনামূলক ভাবে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে ঝোঁক বেশি থাকে। নিঃসন্দিগ্ধ হওয়ার জন্য পরে আরও ২৮৮ জনকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। দেখা যায় যে পরের বারেও একই রকম তথ্য উঠে এসেছে!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্যক্তি কেমন খাবার পছন্দ করেন বলে দেয় তাঁর পোশাক, দাবি সমীক্ষার!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement