Weight Loss: খেয়ে যান হাত খুলে! ওজন বৃদ্ধির তোয়াক্কা না-করেই যত খুশি খাওয়া যেতে পারে এই সব খাবার!

Last Updated:

জেনে নেওয়া যাক, ওজনের তোয়াক্কা না-করে কোন কোন খাবার কবজি ডুবিয়ে খাওয়া যেতে পারে।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: অতিরিক্ত কোনও কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষ করে খাবার! কারণ অতিরিক্ত খাবার খেলেই তার বিরূপ প্রভাব পড়বে আমাদের শরীরে। শুধু কি-তাই? বাড়বে ওজনও! কিন্তু এখন যদি বলি যে, এমন কিছু খাবার আছে, যা ওজনের চিন্তা না-করে যত খুশি খাওয়া যেতে পারে! শুনতে বেশ অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি! ব্যাপারটা তাহলে ভেঙেই বলা যাক। আসলে কিছু-কিছু খাবার আছে, যেগুলিতে ক্যালোরির পরিমাণ একেবারে নেই বললেই চলে। তাই সেই সব খাবার বেশি করে খেলেও ওজন বাড়ার আশঙ্কা থাকে না। তাহলে জেনে নেওয়া যাক, ওজনের তোয়াক্কা না-করে কোন কোন খাবার কবজি ডুবিয়ে খাওয়া যেতে পারে।
আসলে এই ক্যালোরিহীন খাবারগুলি (Zero calorie foods) ফাইবারে ভরপুর। আর এগুলো খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। অর্থাৎ বারবার খিদে পায় না। এর পাশাপাশি এই ধরনের খাবার আমাদের শরীরে পর্যাপ্ত পুষ্টিরও জোগান দেয়। তবে হ্যাঁ, এই ধরনের খাবার খাদ্যতালিকায় যোগ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
advertisement
advertisement
বাড়িতে বানানো পনির:
এই খাবারের মধ্যে অন্যতম হল বাড়িতে বানানো পনির (Homemade Paneer)। এতে ক্যালোরির পরিমাণ খুবই কম (Low Calorie)। এছাড়া বাড়িতে বানানো পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন বি এবং ফসফরাসের মতো নিউট্রিয়েন্ট থাকে। আর থাকে প্রোটিন, যা খিদে মেটাতে সাহায্য করে।
বীজ জাতীয় খাবার:
advertisement
এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল থাকে। ফলে বোঝাই যাচ্ছে, শরীরে দারুণ পুষ্টি জোগাতে সাহায্য করে এই ধরনের জাতীয় খাবার। এর মধ্যে অন্যতম হল- তরমুজ, কুমড়ো, সূর্যমুখী প্রভৃতির বীজ। আসলে বীজ জাতীয় খাবারে থাকে স্বাস্থ্যকর উদ্ভিজ্জ প্রোটিন। যা আমাদের ইমিউনিটি ও মেটাবলিজম বাড়াতে সহায়তা করে। এখানেই শেষ নয়, এই ধরনের খাবারে থাকা ডায়েটারি ফাইবার হজমশক্তি বাড়ায়, যার ফলে দ্রুত কমে ওজন (Weight Loss)।
advertisement
ক্লিয়ার স্যুপ:
দেহের বাড়তি মেদ ঝরাতে চাইলে ক্লিয়ার স্যুপ (Soup) দারুণ একটি খাবার। এমনকী গবেষণায় দেখা গিয়েছে যে, ক্লিয়ার স্যুপ অথবা হালকা স্যুপ জাতীয় খাবার অন্যান্য খাবারের তুলনায় বেশি পেট ভরায়। তাই ক্যালোরির বিষয়ে চিন্তা না-করে সবজি অথবা মাংস দিয়ে তৈরি হালকা স্যুপ যত খুশি খাওয়া যেতে পারে। এতে তরতরিয়ে ঝরবে ওজন।
advertisement
ডিম:
আমরা সকলেই জানি যে, ডিম খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। কম-বেশি সকলেই ডিম খেতে পছন্দ করেন। আর দেহের ইমিউনিটি এবং শক্তি বাড়াতে ডিমের জুড়ি মেলা ভার। এছাড়াও এই খাবারে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা আদতে প্রোটিন। গবেষণায় দেখা গিয়েছে যে, যাঁরা প্রাতরাশে ডিম খান, তাঁদের বিএমআই অন্যদের তুলনায় অনেকটাই কম।
advertisement
মাছ:
যাঁরা মাছ খেতে ভালোবাসেন, তাঁরা যত ইচ্ছে খেতে পারেন। কারণ মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাছাড়াও রয়েছে প্রোটিন। ফলে মাছ খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। সেই সঙ্গে হৃদযন্ত্র এবং মস্তিষ্কের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। ফ্যাটি ফিশ আবার শরীরের পর্যাপ্ত পুষ্টির জোগান দেয়। সেই সঙ্গে খিদে মেটায় এবং ওজন কমাতেও সাহায্য করে মাছ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss: খেয়ে যান হাত খুলে! ওজন বৃদ্ধির তোয়াক্কা না-করেই যত খুশি খাওয়া যেতে পারে এই সব খাবার!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement