Health tips: সাবধান! বাথরুমে একদম রাখবেন না এইসব জিনিস, অজান্তেই নিজের বিপদ ডেকে আনবেন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
সাবধান! বাথরুমে একদম রাখবেন না এইসব জিনিস
পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য উভয়ই একে অপরের পরিপূরক, তাই উভয়েরই জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে। সুস্থ থাকতে হলে বাথরুমের পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। বাথরুম অপরিষ্কার থাকলে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে।
অপরিষ্কার বাথরুম রোগের আঁতুরঘর। এমন কিছু জিনিস রয়েছে যা বাথরুমে রাখা একদমই উচিত নয়। এই সব জিনিস বাথরুমে রাখলেই বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে।
advertisement
গা ঘষা ছোবড়া- স্নানের সময় অনেকেই ছোবড়া বা স্ক্রাবিং প্যাড ব্যবহার করেন। স্ক্রাবিং প্যাড ব্যবহারের ফলে রক্ত সঞ্চালনা ভাল হয় ও ত্বকে ম্যাসাজ হয়। কিন্তু কখনই দীর্ঘদিন ধরে ছোবড়া ব্যবহার করা উচিত নয়। এবং বহুদিন বাথরুমে রেখে দেলে এতে বিভিন্ন ব্যাকটেরিয়া বাসা বাঁধে যা ত্বকের ক্ষতি করতে পারে।
advertisement
বাথরুমে যদি কোনও কিছু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তাহলে তা হল সাবান। সাবান অনেকক্ষণ খোলা রাখলে তাতে ব্যাকটেরিয়া তৈরি হয়। এতে ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই বাথরুমে সাবান না রাখাই ভাল। প্রয়োজনে লিকুইড বডি ওয়াশ ব্যবহার করতে পারেন।
অনেকেই বাথরুমে সানস্ক্রিন রাখেন। তিন বছর পর সানস্ক্রিনের মেয়াদ শেষ হয়ে গেলেও অজ্ঞতার কারণে তারা ব্যবহার করতে থাকে। অতএব, এই ক্রিমটি ব্যবহার করার আগে, এর মেয়াদ শেষ হয়ে গেছে তা পরীক্ষা করে নিতে হবে। নইলে অ্যালার্জি হতে পারে।
advertisement
বাথরুমে রেজার ব্লেড রাখেন অনেকেই। ক্রমাগত আর্দ্রতার কারণে ব্লেডগুলিতে মরিচা পড়ে। অনেক সময় মানুষ কিছু না ভেবে শেভ করে ফেলে। কিন্তু এর ফলে সংক্রমণের কবলে পড়তে হতে পারে। সেজন্য দীর্ঘ সময় ধরে বাথরুমে রাখা ব্লেড ব্যবহার করা এড়িয়ে চলা উচিত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 10:56 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health tips: সাবধান! বাথরুমে একদম রাখবেন না এইসব জিনিস, অজান্তেই নিজের বিপদ ডেকে আনবেন