ব্যাক পকেটে মানি ব্যাগ রাখেন? জানেন কী বিপদ ডেকে আনছেন !

Last Updated:

সম্প্রতি এরকমই সম্ভাবনা দেখছেন দেশি-বিদেশি চিকিৎসকরা ৷ এমনকী, গবেষণার মাধ্যমে তাঁদের হাতে এসেছে, যুক্তিযুক্ত তথ্যও ৷

#কলকাতা: বেশিভাগ ছেলেরাই প্যান্টের পিছনে মানিব্যাগ রাখেন ৷ এমনকী, ব্যাক পকেট সেই কাজের জন্যই দেওয়া হয়ে থাকে ট্রাউজারে ৷ কিন্তু জানেন কি? এই মানিব্যাগ রাখার অভ্যাস, আপনার জীবনে নিয়ে আসতে পারে বিপদ !
সম্প্রতি এরকমই সম্ভাবনা দেখছেন দেশি-বিদেশি চিকিৎসকরা ৷ এমনকী, গবেষণার মাধ্যমে তাঁদের হাতে এসেছে, যুক্তিযুক্ত তথ্যও ৷
চিকিৎসকদের গবেষণা অনুযায়ী, বেশিরভাগ ছেলেরাই ব্যাক পকেটে মানিব্যাগ রাখেন ৷ আর সেইভাবেই বাসে, ট্রামে সিটে বসে যাত্রা করেন ৷ শুধু বাসে, ট্রামে নয় ৷ সিনেমা হল, পাড়ার আড্ডা, রেস্তোরাঁ সব জায়গাতেই মানি ব্যাগ পিছনে নিয়েই বসেন তাঁরা ৷ এই বসার ফলেই আসতে পারে বিপত্তি ৷
advertisement
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, দেখা গিয়েছে, অফিসেও ঘণ্টার ঘণ্টা ব্যাক পকেটে মানিব্যাগ রেখে চেয়ারে বসে থাকেন অনেকেই ৷ এতেই আসতে পারে বিপদ ৷ ডাক্তাররা জানিয়েছেন, এভাবে বসার ফলে মেরুদণ্ডের সমস্যায় ভুগতে হতে পারে ৷ নিতম্বের হার ডিসলোকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলছেন চিকিৎসকরা ৷ চিকিৎসকদের কথায়, এই অবস্থায় পুরুষ মানুষরা সবচেয়ে বেশি কোমরের ব্যথায় আক্রান্ত হয় ৷
advertisement
ডাক্তাররা মনে করছেন, ছেলেদের কোমরের ব্যথার অধিকাংশটাই এই মানি ব্যাগ রাখার অভ্যাসের জন্য দায়ী ৷ তা এর থেকে মুক্তির কারণ কি?
১) চেষ্টা করুন মানিব্যাগ ব্যাক পকেট থেকে বের করে তবেই চেয়ারে বসতে ৷
২) কোমরের ব্যথা বেশিমাত্রায় হলে ডাক্তারের পরামর্শ নিন ৷
৩) বাড়ি ফিরে হালকা গরম শেক দিন ৷
advertisement
৪) কিছুদিন ভারি বস্তু তোলা থেকে বিরত থাকুন ৷
৫) পারলে হালকা এক্সারসাইজ করুন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্যাক পকেটে মানি ব্যাগ রাখেন? জানেন কী বিপদ ডেকে আনছেন !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement