Dinga Dinga: আগুনে জ্বরের সঙ্গে কাঁপুনি দিয়ে নাচ! আজব রোগ ‘ডিঙ্গা ডিঙ্গা’-য় আক্রান্ত হচ্ছেন শুধু মেয়েরাই! ফের অতিমারির আশঙ্কা? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Dinga Dinga:বিশেষজ্ঞদের মতে, মহামারি আটকাতে বা এড়াতে প্রয়োজন সতর্কতা৷ সবথেকে উদ্বেগর কথা হল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর পরিসংখ্যান অনুযায়ী উগান্ডায় মাতৃত্বকালীন মৃত্যুহার খুবই বেশি৷
তীব্র জ্বর৷ সঙ্গে অসহ্য কাঁপুনি শরীরে৷ যা কোনওমতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না৷ এই উপসর্গ দেখা দিয়েছে আফ্রিকার উগান্ডায়৷ সেই দেশের বান্ডিবুগিও জেলার মহিলা এবং মেয়েদর মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে অত্যধিক হারে৷ স্থানীয়দের ভাষায় এই অসুস্থতার নাম ‘ডিঙ্গা ডিঙ্গা’৷ উগান্ডার প্রচলিত কথ্য ভাষায় এই শব্দের অর্থ হল নাচের মতো কাঁপুনি৷ ইতিমধ্যেই ৩০০-র বেশি মহিলা এই জীবাণুতে আক্রান্ত৷
সবথেকে উদ্বেগর কথা হল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর পরিসংখ্যান অনুযায়ী উগান্ডায় মাতৃত্বকালীন মৃত্যুহার খুবই বেশি৷ প্রতি বছর প্রতি ১ লক্ষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ৪৪০ প্রসূতির মৃত্যু ঘটে৷ অসুরক্ষিত গর্ভপাত, স্থূলতা, প্রসবকালীন রক্তপাত, সংক্রমণ, প্রসবকালীন জটিলতা, ম্যালেরিয়া, ডায়াবেটিস, হেপাটাইটিস এবং ম্যালেরিয়া-সহ একাধিক রোগের কারণে প্রসূতিকালীন মৃত্যু ঘটে৷ ২০২১ সালে উগান্ডায় মেয়েদের গড় আয়ু ছিল ৫৮.৯ বছর৷ ২০০০ সালের পরিসংখ্যান অনুযায়ী ১৫.৪ বছর বেশি৷
advertisement

advertisement
স্থানীয় ডাক্তার কিয়িটা ক্রিস্টোফারের কথায় ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এক সপ্তাহের মধ্যে এই অসুখ সেরে যাওয়ার কথা৷ তবে স্বস্তির কথা এই যে এখনও বান্ডিবুগিও জেলার বাইরে এই সংক্রমণে কথা শোনা যায়নি৷ এই ধরনের উপসর্গের কথা আগেও শোনা গিয়েছে৷ ১৫১৮ খ্রিস্টাব্দে স্ট্রসবার্গে ছড়িয়ে পড়েছিল ‘ডান্সিং প্লেগ’৷ সে বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মারাত্মক সক্রিয় ছিল এই রোগ৷
advertisement
আরও পড়ুন : ফেলু মিত্তিরের মগজাস্ত্র রহস্যের ‘কুণ্ডু স্পেশ্যাল’ নাকি ‘থমাস কুক’? কতটা জমজমাট ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’? পড়ুন রিভিউ
কথিত, জনৈক ফ্রাউ ট্রোফিয়া শহরের পথে আচমকাই নাচতে শুরু করেছিল৷ কোনও গান-বাজনা-সঙ্গত ছাড়াই চলছিল উদ্দাম নাচ৷ ধীরে ধীরা তাঁর মতো আরও অনেকেই নাচতে শুরু করেন৷ ব্যর্থ হয় সকলের থামানোর প্রচেষ্টাও৷ শেষে দেখা গেল, সারা শহরই নাচতে শুরু করেছে৷ এখনও ডিঙ্গা ডিঙ্গা-র উপসর্গ অতটাও ভয়ঙ্কর হয়ে ওঠেনি ৫০০ বছর আগের প্লেগের মতো৷
advertisement
উগান্ডার মাত্র একটি জেলার বাইরে এখনও রোগ ছড়ায়নি৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে, মহামারি আটকাতে বা এড়াতে প্রয়োজন সতর্কতা৷ ভারতের ক্ষেত্রে এখনই ডিঙ্গা ডিঙ্গা নিয়ে আতঙ্কের কারণ নেই। তবে অতিমারির প্রকোপ থেকে দূরে থাকতে সতর্ক পদক্ষেপ অবশ্যই প্রয়োজন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 3:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dinga Dinga: আগুনে জ্বরের সঙ্গে কাঁপুনি দিয়ে নাচ! আজব রোগ ‘ডিঙ্গা ডিঙ্গা’-য় আক্রান্ত হচ্ছেন শুধু মেয়েরাই! ফের অতিমারির আশঙ্কা? জানুন