Digha Tourism: শীতে দিঘা ভ্রমণে বাড়তি চমক! পাখির কোলাহলে ভরে উঠেছে জলাশয়, এই জায়গা না দেখলেই বড় মিস 

Last Updated:

Digha Tourism: শীতের মরশুমে পরিযায়ী পাখির আগমনে আবার প্রাণ ফিরে পেয়েছে দিঘা বার্ড ভিউ পয়েন্ট। মেরিন ড্রাইভ লাগোয়া এই জলাশয় এখন পর্যটকদের কাছে দিঘা ভ্রমণের অন্যতম নতুন আকর্ষণ

+
দিঘা

দিঘা বার্ড ভিউ পয়েন্ট 

দিঘা, মদন মাইতি: শীতের মরসুমে এবার দিঘা ভ্রমণে সুখবর। পর্যটকদের জন্য বাড়তি পাওনা দিঘা বার্ড ভিউ পয়েন্ট। পরিযায়ী পাখিদের আগমনে পর্যটকদের মন ভুলিয়ে দেবে এই জায়গা। গত দু’বছর দিঘা বার্ড ভিউ পয়েন্টে পরিযায়ী পাখিদের আনাগোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এবছর আবার পরিযায়ী পাখিদের ডাকে ভরে উঠেছে গোটা পরিবেশ। শীত পড়তেই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দিঘার এই বার্ড ভিউ পয়েন্ট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কোলাহলে মুখরিত হয়ে উঠছে চারপাশ। পর্যটকদের কাছে এটি এখন এক নতুন আকর্ষণের জায়গা। প্রশাসনের তরফেও এই জায়গাকে সাজিয়ে তুলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
সমুদ্র শহর দিঘার প্রবেশদ্বারের কাছে মেরিন ড্রাইভ লাগোয়া প্রায় পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে বিশাল জলাশয়। একসময় যা ছিল মূলত মৎস্য খামার। এখন সেই জলাশয় পরিণত হয়েছে পাখিদের নিরাপদ আশ্রয়ে। বন দফতরের উদ্যোগে এই এলাকাকে “বার্ড ভিউ পয়েন্ট” হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিযায়ী পাখিদের সুরক্ষা ও সচেতনতার জন্য বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার লাগান হয়েছে। পাখিদের বিরক্ত না করার আবেদন জানান হয়েছে পর্যটকদের। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মেরিন ড্রাইভের উপর কংক্রিটের চেয়ার বসান হয়েছে। যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে বসে পাখি দেখতে পারেন।
advertisement
আরও পড়ুন: দিঘা তো বহুবার এসেছেন! কিন্তু জগন্নাথ মন্দিররের আড়ালে এই বাগানটি দেখেছেন? মুগ্ধ হবেন
গত দু’বছর এই মৎস্য খামারে সংস্কার কাজ চলছিল। সেই কারণে পরিযায়ী পাখিরা এখানে আসা বন্ধ করে দিয়েছিল। পরিবেশে ছিল ব্যস্ততা ও কোলাহল। ফলে পাখিরা মুখ ফিরিয়ে নিয়েছিল এই এলাকা থেকে। তবে চলতি বছর নভেম্বর মাস থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সংস্কার কাজ শেষ হওয়ার পর আবার শান্ত পরিবেশ ফিরে এসেছে। শীতের শুরুতেই আসতে শুরু করেছে শীতের অতিথিরা। জলাশয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন পাখিদের ওড়াউড়ি।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতে দিঘা ভ্রমণ আরও আনন্দময়! খাদ্যরসিকদের জন্য অপেক্ষা করছে বড় চমক! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
ইতিমধ্যে পর্যটকদের ভিড় জমাতে শুরু করেছে মৎস্য খামার চত্বরে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিকেল হলে স্থানীয়রা ভিড় জমাচ্ছেন । দেখা মিলছে নানান প্রজাতির দেশি-বিদেশি পাখিদের। ডানা ঝাপটাতে ঝাপটাতে কখনও তারা জলের উপর ভাসছে। কখনও আবার শিকার ধরতে জলের গভীরে নেমে পড়ছে। এই দৃশ্য মুগ্ধ করছে পর্যটকদের। প্রশাসনের তরফে চোরাশিকার রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন শীতের দিঘা ভ্রমণে বার্ড ভিউ পয়েন্ট হয়ে উঠছে বাড়তি আকর্ষণ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digha Tourism: শীতে দিঘা ভ্রমণে বাড়তি চমক! পাখির কোলাহলে ভরে উঠেছে জলাশয়, এই জায়গা না দেখলেই বড় মিস 
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement