জাতীয় খাবার খিচুড়ি ! জানেন এ রাজ্যে কত ধরণের খিচুড়ি তৈরি হয়?

Last Updated:

৪ নভেম্বর নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই জাতীয় খাবারের সম্মান পেতে চলেছে খিচুড়ি ৷

#কলকাতা: ৪ নভেম্বর নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই জাতীয় খাবারের সম্মান পেতে চলেছে খিচুড়ি ৷ সর্বভারতীয় এক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল জাতীয় খাবার হিসেবে খিচুড়ির নামকে মনোনিত করেছিলেন ৷ যা কেন্দ্রের সম্মতিও পেয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, খিচুড়ি এমন একটি খাবার যা গোটা দেশে সমানভাবে জনপ্রিয় ৷ যা কিনা যে কোনও শ্রেণীর মানুষের কাছে সমানভাবে প্রিয় খাবার ৷
তবে গোটা দেশে খিচুড়ি জনপ্রিয় হলেও, রাজ্য ভেদে কিন্তু এই খিচুড়ির স্বাদ বদল হতে থাকে ৷ তবে শুধুই স্বাদ বদল নয়, বরং রান্না করার নিয়ম কানুনেও বদল ঘটে এই খিচুড়ির৷
Capture
advertisement
বাংলায় খিচুড়ি ব্যাপারটা অনেক ক্ষেত্রেই খাদ্য রসিকদের লাক্সারি ৷ মূলত, আকাশে কালো মেঘ, রিমঝিম বৃষ্টি শুরু হলেই প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই শুরু হয়ে যায় খিচুড়ি রান্না৷ তবে শুধুই যে চাল, ডাল মিশিয়ে, গরম মশালা দিয়ে খিচুড়ি রান্নাতেই থেমে থাকেন না বেশিরভাগ বাঙালি ৷ সঙ্গে খিচুড়িতে আরও স্বাদ আনতে শুরু হয় তুমুল তোড়জোর ৷ খিচুড়িতে পড়ে আলু, ফুলকপি, টমেটো ৷ আর সঙ্গে অবশ্যই থাকে বেগুন ভাজা, ওমলেট, পাপড় ভাজা ৷ আর যদি ইলিশ মাছ ভাজা থাকে, তাহলে তো খাদ্য উৎসব !
advertisement
Bengali-khichdi
বাঙালির কাছে খিচুড়ি ব্যাপারটা পেটপুজোর সবচেয়ে অন্যতম খাদ্য ৷ যে কোনও পুজোয় বাঙালির খিচুড়ি চাই-ই-চাই ৷ ভোগের খিচুড়ির স্বাদ যে কোনও বিদেশি রেসিপিকে মাত দিতে পারে ৷
51106-bocowcvrjj-1486640646
বাংলায় নানা রকম খিচুড়ি তৈরি হয় ৷ তা কোনওটা আমিষ, কোনওটা নিরামিষ ৷ বাঙালির ঘরে খিচুড়ি নিয়ে এক্সপেরিমেন্টও প্রচুর ৷ কখনও মাংস দিয়ে, কখনও মাছ দিয়ে বা কখনও সবজি সহযোগে ৷
advertisement
বাঙালির তালিকায় রয়েছে, মুগ ডালের খিচুড়ি, সবজি খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি, গমের খিচুড়ি, সাবুর খিচুড়ি, মাংসের খিচুড়ি, ডিমের খিচুড়ি, মাছের খিচুড়ি, ভুনা খিচুড়ি ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জাতীয় খাবার খিচুড়ি ! জানেন এ রাজ্যে কত ধরণের খিচুড়ি তৈরি হয়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement