জাতীয় খাবার খিচুড়ি ! জানেন এ রাজ্যে কত ধরণের খিচুড়ি তৈরি হয়?

Last Updated:

৪ নভেম্বর নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই জাতীয় খাবারের সম্মান পেতে চলেছে খিচুড়ি ৷

#কলকাতা: ৪ নভেম্বর নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই জাতীয় খাবারের সম্মান পেতে চলেছে খিচুড়ি ৷ সর্বভারতীয় এক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল জাতীয় খাবার হিসেবে খিচুড়ির নামকে মনোনিত করেছিলেন ৷ যা কেন্দ্রের সম্মতিও পেয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, খিচুড়ি এমন একটি খাবার যা গোটা দেশে সমানভাবে জনপ্রিয় ৷ যা কিনা যে কোনও শ্রেণীর মানুষের কাছে সমানভাবে প্রিয় খাবার ৷
তবে গোটা দেশে খিচুড়ি জনপ্রিয় হলেও, রাজ্য ভেদে কিন্তু এই খিচুড়ির স্বাদ বদল হতে থাকে ৷ তবে শুধুই স্বাদ বদল নয়, বরং রান্না করার নিয়ম কানুনেও বদল ঘটে এই খিচুড়ির৷
Capture
advertisement
বাংলায় খিচুড়ি ব্যাপারটা অনেক ক্ষেত্রেই খাদ্য রসিকদের লাক্সারি ৷ মূলত, আকাশে কালো মেঘ, রিমঝিম বৃষ্টি শুরু হলেই প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই শুরু হয়ে যায় খিচুড়ি রান্না৷ তবে শুধুই যে চাল, ডাল মিশিয়ে, গরম মশালা দিয়ে খিচুড়ি রান্নাতেই থেমে থাকেন না বেশিরভাগ বাঙালি ৷ সঙ্গে খিচুড়িতে আরও স্বাদ আনতে শুরু হয় তুমুল তোড়জোর ৷ খিচুড়িতে পড়ে আলু, ফুলকপি, টমেটো ৷ আর সঙ্গে অবশ্যই থাকে বেগুন ভাজা, ওমলেট, পাপড় ভাজা ৷ আর যদি ইলিশ মাছ ভাজা থাকে, তাহলে তো খাদ্য উৎসব !
advertisement
Bengali-khichdi
বাঙালির কাছে খিচুড়ি ব্যাপারটা পেটপুজোর সবচেয়ে অন্যতম খাদ্য ৷ যে কোনও পুজোয় বাঙালির খিচুড়ি চাই-ই-চাই ৷ ভোগের খিচুড়ির স্বাদ যে কোনও বিদেশি রেসিপিকে মাত দিতে পারে ৷
51106-bocowcvrjj-1486640646
বাংলায় নানা রকম খিচুড়ি তৈরি হয় ৷ তা কোনওটা আমিষ, কোনওটা নিরামিষ ৷ বাঙালির ঘরে খিচুড়ি নিয়ে এক্সপেরিমেন্টও প্রচুর ৷ কখনও মাংস দিয়ে, কখনও মাছ দিয়ে বা কখনও সবজি সহযোগে ৷
advertisement
বাঙালির তালিকায় রয়েছে, মুগ ডালের খিচুড়ি, সবজি খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি, গমের খিচুড়ি, সাবুর খিচুড়ি, মাংসের খিচুড়ি, ডিমের খিচুড়ি, মাছের খিচুড়ি, ভুনা খিচুড়ি ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জাতীয় খাবার খিচুড়ি ! জানেন এ রাজ্যে কত ধরণের খিচুড়ি তৈরি হয়?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement