Benefits of Night Jasmine: শুধুই শোভা নয়, ডায়াবেটিস থেকে ঠান্ডা লাগা বাতের ব্যথা! একাধিক রোগ সারায় শিউলি, গুণ জানলে আশ্চর্য হবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সৌন্দর্যর পাশাপাশি শিউলির প্রচুর গুণও রয়েছে৷ বিশেষত শিউলি গাছের পাতা, ফুল থেকে শুরু করে ছাল, বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা হয় এই ফুলের৷
শরৎ মানেই শিউলি৷ সকালের ভেজা ঘাসের উপর ছড়ানো শিউলি ফুল৷ মনে উৎসবের অনুভূতি নিয়ে আসে এমন সকাল৷ তবে সৌন্দর্যর পাশাপাশি শিউলির প্রচুর গুণও রয়েছে৷ বিশেষত শিউলি গাছের পাতা, ফুল থেকে শুরু করে ছাল, বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা হয় এই ফুলের৷
আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডাঃ দীক্ষা ভাবসার তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় শিউলি পাতার গুণ সম্পর্কে বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন৷ অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে শিউলির৷ জ্বর, বাত, থেকে শুরু করে ডায়াবেটিসের মতো বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় শিউলি পাতা৷
জয়েন্টের ব্যথায়: ডা. দীক্ষা ভাবসারের মতে, জয়েন্টে ব্যথার ক্ষেত্রে শিউলি গাছের ছাল, ফুল এবং পাতা খাওয়া যেতে পারে৷ মোটামুটি ভাবে ৫ গ্রাম পাতা নিন৷ পরিমাণ প্রায় ৫ গ্রাম হওয়া উচিত৷ ২০০ গ্রামে জলে ফুটিয়ে নিন শিউলি গাছের ছাল, ফুল এবং পাতা৷ ফোটানোর পর জল পরিমাণের এক-চতুর্থাংশ হলে তা ছেঁকে ঠান্ডা করে পান করুন৷ জয়েন্টের ব্যথা থেকে তাৎক্ষণিক উপশম পাবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: বাজি ফাটাতে গিয়ে পুড়ে গেলে ভুলেও করবেন না এই কাজ! হতে পারে বড় সর্বনাশ, সঠিক উপায় শেখালেন চিকিৎসক
দীর্ঘস্থায়ী জ্বর: দীর্ঘস্থায়ী জ্বরের উপশমে বেশ লাভজনক শিউলি৷ মাসের পর মাস বা একটানা বহুদিন ধরে জ্বর থাকলে শিউলির ছাল ৩ গ্রাম ও এর পাতা ২ গ্রাম জলে সেদ্ধ করে নিন৷ এছাড়াও এতে ২-৩টি তুলসী পাতা দিয়ে দিন। ঠাণ্ডা করে পান করুন। দিনে দু’বার করে কয়েকদিন পান করলে দীর্ঘস্থায়ী জ্বরও চলে যাবে।
advertisement
ডায়াবেটিস: এর পাতায় রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক গুণ। সেই জন্য শিউলির পাতা থেঁতো করে জলে হালকা গরম করে সকালে পান করুন। ব্লাড সুগার অনেকাংশে নিয়ন্ত্রণ করবে।
সায়াটিকা বাত: ৩-৪টি পাতা পিষে জলে ফুটিয়ে ঠান্ডা করে খালি পেটে পান করুন। আপনি দীর্ঘস্থায়ী সায়াটিকা বাত থেকে মুক্তি পাবেন।
সর্দি-কাশির ক্ষেত্রে: শীতের সময় শিউলি পাতার চা করে খেতে পারেন৷ প্রচণ্ড সর্দি-কাশিতে শিউলি পাতা সেদ্ধ করে সেই জল খেলে উপকার পাবেন৷ এই জল ফোটানের সময় একটু আদা যোগ করতে পারেন৷ খাওয়ার সময় সামান্য মধু মিশিয়ে খান৷ মিষ্টি স্বাদের পাশাপাশি ঠান্ডা লাগা কমবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 4:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Night Jasmine: শুধুই শোভা নয়, ডায়াবেটিস থেকে ঠান্ডা লাগা বাতের ব্যথা! একাধিক রোগ সারায় শিউলি, গুণ জানলে আশ্চর্য হবেন