Dhaba Style Chicken Kosha Recipe: গোপন মশলার স্পেশাল ম্যাজিকে কষালেই কেল্লা ফতে! সহজ রেসিপিতে বাড়িতেই বানান ধাবার মতো চিকেন কষা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dhaba Style Chicken Kosha Recipe: রুটি, পরোটা, নান-এইসবের সঙ্গে যেমন ভাল লাগে, তেমনই ভাত কিংবা পোলাও-এর সঙ্গেও দিব্য মানিয়ে যায়
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : তন্দুরি, পঞ্জাবি, চাইনিজ সবরকম ভাবেই রান্না করা যায় চিকেন। চিকেনের এই হরেক রেসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ধাবা স্টাইল চিকেন কষা। রুটি, পরোটা, নান-এইসবের সঙ্গে যেমন ভাল লাগে, তেমনই ভাত কিংবা পোলাও-এর সঙ্গেও দিব্য মানিয়ে যায়। প্রথমেই উপকরণ হিসেবে আলু, পেঁয়াজ, রসুন, আদা, টম্যাটো সব কেটে নিতে হবে। সঙ্গে বেশ কয়েকটি কাঁচালঙ্কা চিরে নিতে হবে। গ্যাসে পাত্র বসিয়ে তাতে সাদা তেল গরম করে সামান্য জিরে ফোড়ন দিয়ে এবার একে একে চেরা কাঁচা লঙ্কা, টুকরো করা আদা, পরিমাণ মতো রসুন, কুচি করা পেঁয়াজ, টুকরো করা টম্যাটো ও কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালভাবে ভেজে নিতে হবে। এরপর অপর একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে।
অপরদিকে ওই তেলেই টুকরো করা আলু সামান্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি জারে ঢেলে বেশ ভালভাবে পেস্ট করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, মশলা যেন দানা দানা হয়ে না থাকে। এরপর তাতে পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে।
advertisement
আরও পড়ুন : ডায়াবেটিস, ব্লাড প্রেশারের খেলা শেষ! অনাদরে ফুটে থাকা নয়নতারার পাপড়িই মুশকিল আসান! জটিল রোগের মহৌষধ
এবারে কিছুটা গরম তেলে পরিমাণ মতো মাংস হালকা হলুদ নুন ছড়িয়ে ভেজে তুলে নিতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন গ্যাসের আঁচ যেন সিম থাকে। এরপর পাত্রে আরও বেশ কিছুটা তেল গরম করে তাতে গোটা জিরে,শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ ভেজে হালকা রং পরিবর্তন হলেই বেটে রাখা মশলা দিয়ে উপর থেকে সামান্য লঙ্কার গুঁড়ো ও চিনি ছড়িয়ে বেশ ভালভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে এবার তাতে ভেজে রাখা মাংস দিয়ে এরপর তাতে স্পেশাল মশলা ছড়িয়ে কষিয়ে নিয়ে তাতে আলু দিয়ে হালকা গরম জল ঢেলে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। সবশেষে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ও গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ধাবা স্টাইল চিকেন কষা।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2024 4:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dhaba Style Chicken Kosha Recipe: গোপন মশলার স্পেশাল ম্যাজিকে কষালেই কেল্লা ফতে! সহজ রেসিপিতে বাড়িতেই বানান ধাবার মতো চিকেন কষা