আপনার ঘরেই রয়েছে ডেঙ্গির ওষুধ ! সেগুলো কী কী ? জেনে নিন

Last Updated:

ডেঙ্গির কোনও নির্দিষ্ট ওষুধ নেই ৷ কিন্তু বাড়িতেই এমন অনেক টোটকা রয়েছে ৷

#কলকাতা: কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গেই এখন একটা রোগ থাবা বসিয়েছে ৷ সেটা হল ডেঙ্গি ৷ মশাবাহিত এই রোগের থেকে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এরাজ্যের অনেক বাসিন্দাদের ৷ বর্ষাকাল আসলেই যেন এই রোগ জাঁকিয়ে বসে এরাজ্যে ৷ ভাইরাস ঢোকার পাঁচ-ছ’দিন পর রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে  বলে অত্যন্ত  সাংঘাতিক এই রোগ ৷ সংক্রমণ থাকে প্রায় ১০-১২ দিন পর্যন্ত ৷ প্রচণ্ড জ্বর, গা হাত পায়ে ব্যাথা থেকে শুরু করে চুলকানি, রক্তক্ষরণ সবই হয় ৷ ডেঙ্গির কোনও নির্দিষ্ট ওষুধ নেই ৷ কিন্তু বাড়িতেই এমন অনেক টোটকা রয়েছে, যেগুলির থেকে এই রোগ ঠেকানো সম্ভব ৷ বিশেষ কিছু রস খেলেই হবে ৷ সেগুলো কী কী, দেখে নেওয়া যাক ৷
১)  পেঁপে পাতা বেটে রস করে খাওয়া।
২) তুলসি পাতা চিবিয়ে বা সেদ্ধ করে সেই জলটা খাওয়া।
advertisement
৩)  নিম পাতা সেদ্ধ করে সেই জলটা খাওয়া।
৪)  মেথি পাতা জলে ভিজিয়ে রেখে সেই জল খাওয়া। বা মেথির গুঁড়ো জলে মিশিয়ে খাওয়া।
৫) কমলালেবুর রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন থাকে। যা ডেঙ্গি ভাইরাসের সংক্রমণ প্রতিহত করে।
advertisement
৬) হলুদ- দুধে হলুদ মিশিয়ে খেলেও উপকার পেতে পারেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনার ঘরেই রয়েছে ডেঙ্গির ওষুধ ! সেগুলো কী কী ? জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement