Milk Cream Bread Toast: খাবারও ভাইরাল, মাত্র ২৫ টাকায় সকাল-বিকেল দেদার বিকোচ্ছে পাউরুটির বিশেষ ডিশ

Last Updated:

বর্তমান সময়ে ২৫ টাকায় খাঁটি কোন খাবার খুঁজে পাওয়া খুব কঠিন। তবে জলখাবারের জন্য এই দোকানের এই বিশেষ স্বাদের সুস্বাদু খাবার বেশ ভাল। এর নাম রয়েছে সর টোস্ট। অনেকে আবার বলে সর বার্গার।

+
সর

সর টোস্ট বা সর বার্গার

তুফানগঞ্জ: কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকার এক চায়ের দোকানে ভিড় জমছে প্রচুর ক্রেতাদের। সকাল এবং বিকেলের সময় রীতিমত লাইন দিয়ে ঢুকতে হচ্ছে দোকানে। তবে সাধারণ দেখতে এই দোকানে এই রকম ভিড়ের কারণ একটি বিশেষ সুস্বাদু খাবার। মাত্র ২৫ টাকা মূল্যে এই খাবার সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। খাঁটি দুধের সর খেতে যেকোন মানুষের দারুণ লাগবে এটাই স্বাভাবিক।
এছাড়া পাউরুটি স্যাকা অনেকেই খেয়ে থাকেন সকলের কিংবা বিকেলের জল খাবারে। এই দোকানে পাউরুটির মাঝে সর দিয়ে বানানো হচ্ছে সর টোস্ট বা সরের বার্গার। যা খেতে দূর দূরান্তের থেকে আসছেন বহু মানুষ। সকাল ৭টায় শুরু হয়ে যাচ্ছে এই দোকান, চলছে একেবারে রাত ৯টা পর্যন্ত।
আরও পড়ুনChief Minister and Actress Love Story: পরিবারের অমতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে অভিনেত্রীর, দ্বিতীয় স্ত্রী হিসেবে কোটি কোটি টাকার মালকিন তিনি
দোকানের কর্ণধার মৃণাল দাস জানান, “দীর্ঘ সময় আগে তাঁর এই চায়ের দোকানের সূত্রপাত। চায়ের দোকানের কারণে, প্রচুর দুধ আসতো দোকানে। তখন মাথায় আসলো যে, দুধের সরকে আলাদা ভাবে কিছু বানিয়ে বিক্রি করলে বিষয়টি আরোও ভাল হয়। তাই এই সর টোস্ট বানানোর যাত্রা শুরু হল। খাঁটি দুধের সরকে আলাদা ভাবে তুলে রাখা শুরু করা হল। তারপর সেই সর হালকা করে ফেটিয়ে চিনি মিশিয়ে দেওয়া হয় স্যাকা পাউরুটির মধ্যে। তারপর ২৫ টাকায় বিক্রি হচ্ছে এই বিশেষ স্বাদের খাঁটি খাবার। সকাল থেকে বিকেল পর্যন্ত রীতিমত ভিড় করে এই খাবার কিনে খাচ্ছে বহু মানুষ। তবে জনপ্রিয়তা বেড়েই চলেছে এই খাবারের ক্রমাগত।”
advertisement
advertisement
দোকানের দুই গ্রাহক চৈতন্য দাস এবং নারায়ণ পাল জানান, “বর্তমান সময়ে ২৫ টাকায় খাঁটি কোন খাবার খুঁজে পাওয়া খুব কঠিন। তবে জলখাবারের জন্য এই দোকানের এই বিশেষ স্বাদের সুস্বাদু খাবার বেশ ভাল। এর নাম রয়েছে সর টোস্ট। অনেকে আবার বলে সর বার্গার। তবে যাই নাম থাকুক না কেন। স্বাদের এবং পুষ্টিগুণে কিন্তু ভরপুর এই খাবার। তাই যারা এখনোও এই খাবারের স্বাদ নেয়নি। তাঁদের অন্তত একবার এই খাবারের স্বাদ নেওয়া উচিত।” বর্তমান সময়ে জেলার মধ্যে ভাইরাল এই সাধারণ কিন্তু স্বল্প মূল্যের সুস্বাদু খাবার। বহু মানুষ আবার বাড়ির জন্য কিনেও নিয়ে যাচ্ছেন সুস্বাদু এই জলখাবার। তবে যারা সুগারে আক্রান্ত রোগী তাঁরা চিনি ছাড়া মজা নিতে পারবেন এই খাবারের।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Milk Cream Bread Toast: খাবারও ভাইরাল, মাত্র ২৫ টাকায় সকাল-বিকেল দেদার বিকোচ্ছে পাউরুটির বিশেষ ডিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement