৪০-৫০ বছর বয়সে BMI কমে যাচ্ছে ,ডিমেনশিয়াই কি তার কারণ

Last Updated:

গবেষণায় দেখা যাচ্ছে যে কিভাবে সারাজীবন ধরে শরীরে ডিমেনশিয়ার ঝুঁকি ধীরে ধীরে বাড়ছে। relation between declining BMI and Dimentia

আপনি কি জানেন গবেষণায় BMI এর সঙ্গে ডিমেনশিয়ার একটা গভীর সম্পর্ক লক্ষ্য করা গেছে। একজন মধ্যবয়ষ্ক ব্যক্তির BMI এর হ্রাস বৃদ্ধি কারণ কি ডিমেনশিয়া সেই নিয়ে অনেক সমীক্ষা করা হয়েছে। প্রায় ৪০ বছর ধরে ২০৪৫ জনের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষায় জানা গেছে যে কোন ব্যক্তি যার BMI জীবনের শুরুতে বাড়ার দিকে ছিল, কিন্তু একটা বয়সের পর মোটামুটি মধ্য জীবনের শেষভাগে যদি ইটা কমে গিয়ে থাকে তবে সেটা ডিমেনশিয়ার ঝুঁকির সঙ্গে যুক্ত থাকতে পারে। এই গবেষণাটি চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্সেস এবং পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ এবং বোস্টন ইউনিভার্সিটি চোবানিয়ান অ্যান্ড অ্যাভেডিসিয়ান স্কুল অফ মেডিসিনের গবেষকরা পরিচালনা করেছেন। এটি Alzheimer's & Dementia: The Journal of the Alzheimer’s Association-এ প্রকাশিত হয়েছে।
অধ্যয়নের অংশ হিসাবে এই সমীক্ষাটি পরিচালনা করা হয়েছিল। ৩০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ২০৪৫জন নন-ডিমেন্টেড ফ্রেমিংহাম অফসপ্রিং অংশগ্রহণকারীদের জন্য গ্রুপ-ভিত্তিক ট্র্যাজেক্টরি মডেলের ওপর ভিত্তি করে BMI ট্র্যাজেক্টোরি তৈরি করা হয়েছিল।
BMI কমে যাওয়ার প্রভাবগুলো ভালোভাবে বোঝার জন্য বা নির্ধারণ করার জন্য গবেষকরা ৩৯ বছর ধরে অংশগ্রহণকারীদের সঙ্গে সংযুক্ত ছিল।
advertisement
advertisement
গড়ে প্রায় চার বছরের ব্যবধানে অংশগ্রহণকারীদের মোটামুটি নয়টি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। মোট ৭৬ জন অংশগ্রহণকারীর স্যাম্পলে ডিমেনশিয়া পাওয়া যায়। গবেষনার ফলস্বরূপ হিসাবে জানা গেছে যে BMI হ্রাসের সঙ্গে শেষ জীবনে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ার সম্পর্ক আছে। অন্যদিকে একটি সাবগ্রুপের ওপরে এই সমীক্ষা চালানো হয়। এই সাবগ্রুপে যাদের বিএমআই জীবনের প্রথম দিকে বৃদ্ধি পায় এবং পরবর্তী মধ্যজীবনে হ্রাস পায় তাদের ডিজেনারেটিভ রোগ হওয়ার ঝুঁকি বেশি ছিল।
advertisement
এএনআই উদ্ধৃত ,অ্যানাটমি এবং নিউরোবায়োলজির অধ্যাপক ডক্টর রোডা আউ, পিএইচডি গবেষণার সংশ্লিষ্ট লেখক বলেছে যে "এই ফলাফলগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ আগের গবেষণাগুলি ওয়েট ট্রাজেক্টোরিজগুলির ওপর গুরুত্ব দিয়েছে যা ওজন বৃদ্ধি/স্থিতিশীলতা/ক্ষতির ধরণগুলি বিবেচনা করেনি। এগুলো ডিমেনশিয়ার আসন্ন সমস্যাগুলো সম্বন্ধে আমাদের সংকেত দেয়।
Au ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি, পরিবারের সদস্য এবং প্রাইমারি কেয়ার ফিজিসিয়ানদের দ্বারা ওজন নিরীক্ষণ করা তুলনামূলকভাবে সহজ। "যদি একজনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজনের ক্রমাগত বৃদ্ধি খুবই সাধারণ এবং মধ্যজীবনের পরে ওজন হ্রাস পাওয়াটা একটা অপ্রত্যাশিত পরিবর্তন। সেক্ষেত্রে একজন হেলথকেয়ার প্রোভাইডারের সঙ্গে পরামর্শ করা এবং কেন তা হচ্ছে তা চিহ্নিত করা খুবই জরুরি।" তার মতে এমন অনেক কার্যকারী ট্রিটমেন্ট বেরিয়েছে ,যেখানে প্রাথমিক সনাক্তকরণ এই চিকিত্সাগুলি যে কোনও কার্যকারিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।"
advertisement
গবেষকরা আশা করেন যে গবেষণাটি দেখাবে কিভাবে ডিমেনশিয়া ঝুঁকি অনেক বছর ধরে, সম্ভবত সমগ্র জীবনকাল জুড়ে বৃদ্ধি পায় ।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৪০-৫০ বছর বয়সে BMI কমে যাচ্ছে ,ডিমেনশিয়াই কি তার কারণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement