Darjeeling Tea: দার্জিলিং চা কিনে ঠকছেন না তো? কীভাবে চিনবেন চা আসল না নকল? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling Tea: বিশ্ববিখ্যাত দার্জিলিং চা বরাবরই সকলের মনকে মুগ্ধ করে ! তবে বাজারে এই চায়ের নাম করে বিক্রি হচ্ছে নকল চা! ঠকার আগে জানুন আসল দার্জিলিং চা চেনার উপায়
দার্জিলিং: পাহাড়ের রানি দার্জিলিংয়ের কথা মাথায় আসলেই সবার প্রথমে মাথায় আসে পাহাড়ের ঢাল বেয়ে চাষ করা সবুজে ঘেরা সেই দার্জিলিং চা। উত্তরবঙ্গ মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনমুগ্ধ করা এক মায়াবী জায়গা, যেখানে পাহাড় নদী জঙ্গল থেকে শুরু করে রয়েছে মন মুগ্ধ করা চায়ের বাগান। দার্জিলিং আসলেই সবার প্রথমে খোঁজ পরে দার্জিলিং চায়ের তবে আপনি জানেন কি সেই দার্জিলিং চা আসল না নকল?
বর্তমানে পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে প্রচুর চা দার্জিলিংয়ে ঢুকছে যার ফলে স্বাভাবিকভাবেই মান হারাচ্ছে দার্জিলিং চা। তবে কীভাবে চিনবেন এই দার্জিলিং চা আসল না নকল? তার জন্য আপনাকে জানতে হবে এই দার্জিলিং চায়ের ইতিহাস। বছরে চারবার এই দার্জিলিং চা তোলা হয় যা ফাস্ট ফ্লাস ,সেকেন্ড ফ্লাস, থার্ড ফ্লাস এবং ফোর্থ ফ্লাস নামে পরিচিত। এবং প্রত্যেকটি ফ্ল্যাসের স্বাদও ভিন্ন হয়। এই প্রসঙ্গে মাকাইবাড়ি চা বাগানের চা বিশেষজ্ঞ লাল্টু পুরকাইত বলেন দার্জিলিং চা হল বিশ্বের সেরা এই দার্জিলিং চা কে শ্যাম্পেন অফ টি বলা হয়। এই চা খেতে দুধ বা চিনির প্রয়োজন নেই হালকা গরম জলই যথেষ্ট।
advertisement
advertisement
তবে বর্তমানে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণ চা দার্জিলিং চায়ের নাম করে বিক্রি করা হচ্ছে এবং এর দাম অত্যন্ত কম হওয়ায় পর্যটকেরা সেই চা কিনে ও নিয়ে যাচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়ছে চা ব্যবসায়ীরা তবে কেউ যদি আসল দার্জিলিং চা খেতে চায় তবে এই চায়ের ইতিহাস সম্পর্কে তাকে জানতে হবে। এই চায়ের স্বাদ সম্পর্কে তাকে অবগত থাকতে হবে। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস দার্জিলিয়ে কোনও চা তৈরি হয় না। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎকাল মোট এই চারটি ঋতুতে দার্জিলিং চা তৈরি হয়। এই দার্জিলিং চা বিশ্বসেরা কারণ এটি সবসময় এর নিজের বিশুদ্ধ রূপে থাকে।
advertisement
মোট ৮৭ টি চা বাগান এই দার্জিলিং চা তৈরি করে, এবং মোট ৮. ৫ মিলিয়ন চা বাজারে বিক্রির উদ্দেশ্যে আসে! তবে দার্জিলিং চায়ের এই ইউনিকনেসের জন্য সারা বিশ্বে মোট ৪০ মিলিয়ন চা দার্জিলিং চায়ের নামে বিক্রি হয়। আসল দার্জিলিং চা চিনতে হলে সবার আগে এর ইতিহাস এবং এর স্বাদ সম্পর্কে জানতে হবে।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2024 11:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling Tea: দার্জিলিং চা কিনে ঠকছেন না তো? কীভাবে চিনবেন চা আসল না নকল? জানুন