Mocktail: গলা দিয়ে নামলেই শরীর হবে ঠান্ডা! গরমে বাজার কাপাচ্ছে জিরাসিকাঞ্জি থেকে ব্লুলেগন! বাড়িতেই বানান, রইল টিপস

Last Updated:

বাজার থেকে কিনে কোলড্রিংকস তো অনেক খেয়েছেন এবার বাড়িতেই বানান রংবেরঙের সামার রিফ্রেশ মকটেল! এক চুমুকেই শরীর হবে ঠান্ডা ,একবার বানিয়ে দেখবেন নাকি

+
গরম

গরম থেকে স্বস্তি পেতে কালারফুল মকটেল

শিলিগুড়ি: নতুন করে বাজারে চাহিদা বাড়ছে বিভিন্ন ধরনের মকটেল ড্রিঙ্কসের। নামী-দামি ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস তো অনেক হল এবার সেই একঘেয়েমি ছেড়ে মকটেলের দিকে আকর্ষণ বাড়ছে সকলের।বর্তমানে বিভিন্ন জায়গায় এই মকটেল ড্রিঙ্কস পাওয়া যায়, এই ড্রিঙ্কসটি বিভিন্ন স্বাদের হয়ে থাকে।
বর্তমানে ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ এই মকটেল ড্রিঙ্কস খুবই পছন্দ করে। শুধু গরমের সময় নয়, সারা বছর এই ড্রিঙ্কসের চাহিদা থাকে। বিভিন্ন জায়গায় এই মকটেল ড্রিঙ্কস পাওয়া গেলও বর্তমানে এই মকটেল ড্রিঙ্কস বানিয়ে বাজার কাঁপাচ্ছে দার্জিলিং জেলার শিবমন্দিরের ফুড অবসেশন, বিভিন্ন নামের সুস্বাদু এই মকটেল ড্রিঙ্কস সকলের পছন্দের । এক চুমুকেই শরীর যেন বরফের মত ঠান্ডা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
বিক্রেতা ইন্দ্রজিৎ শর্মা বলেন, আমাদের এখানে জিরা সিকাঞ্জি ব্লু লেগুন , আনারস , তরমুজ-সহ বিভিন্ন ধরনের মকটেল সকলের সামনে সরাসরি তৈরি করা হয়। বাজারের বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস থেকে একঘেয়েমি ছেড়ে রং-বেরঙের এই মকটেল ড্রিঙ্কস সকলের মনেই আলাদা করে জায়গা করে নিয়েছে। তবে আপনি চাইলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই মকটেল ড্রিঙ্কস।
advertisement
এজন্য আপনাকে বেশি কিছু করতে হবে না একটি গ্লাসে সামান্য পুদিনা পাতা থেঁতো করে তার ওপর পরিমাণ মতো লেবুর রস দিতে হবে এরপর তার মধ্যে সুগার সিরাপ দিয়ে তার ওপর নিজের পছন্দের ফ্লেভার অ্যাড করে দিতে হবে। তারপর গ্লাস ভর্তি করে সোডা ঢেলে একটু ঝাঁকালেই রেডি আপনার মকটেল ড্রিঙ্কস।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mocktail: গলা দিয়ে নামলেই শরীর হবে ঠান্ডা! গরমে বাজার কাপাচ্ছে জিরাসিকাঞ্জি থেকে ব্লুলেগন! বাড়িতেই বানান, রইল টিপস
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement