Child Care Tips: বাড়ির খুদেদের দিন ডিম-মাংস, ঢেকে রাখুন হাত-পা-কান, শীতে শিশুদের বাঁচান ডাক্তারের পরামর্শে

Last Updated:

Child Care Tips: শীতকালে কীভাবে সুস্থ রাখবেন শিশুদের? চিকিৎসক দিচ্ছেন সহজ পরামর্শ

+
প্রতীকী

প্রতীকী ছবি

কলকাতা:  শীতকালেই শিশুদের নানাবিধ রোগ অসুখের সমস্যা দেখা যায়। শীতকালে জ্বর, সর্দি, কাশি সহ একাধিক উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি করাতে হয় হাসপাতলে কিংবা পরামর্শ নিতে হয় চিকিৎসকের। শিশুদের মধ্যে যাদের বয়স এক বছরের নিচে তাদের ব্রংকিওলাইটিস, নিউমোনিয়া, ফুসফুসের নানা সমস্যা সৃষ্টি হয় এই শীতকালে। তবে এই ধরনের রোগ অসুখ থেকে কীভাবে পরিত্রাণ মিলবে? কী কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে তা সবিস্তারে তুলে ধরলেন খড়গপুর মহকুমা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিলাষ চট্টোপাধ্যায়৷
শীতকালে শিশুদের গরমের পোশাক পরানো জরুরি। শীতকালে ঠান্ডা যাতে না লাগে সে কারণে হাত-পা,কান, মাথা ঢেকে রাখা উচিত। তবে এই সময় পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত শিশুদের। ডিম -মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিযুক্ত খাবার খাওয়ানোর প্রয়োজন বলেই মত চিকিৎসকের।
advertisement
advertisement
বিভিন্ন রোগের উপসর্গ অনেকটা আগে থেকেই লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে। যেমন গায়ের রং নীলাভ হওয়া, এক মিনিটে কতবার শ্বাস-প্রশ্বাস নিচ্ছে সেই হিসেবে রোগকে চিহ্নিত করা যায়। নানা ধরনের রোগের উপসর্গ আগে থেকেই দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ছ’মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পান করানই শ্রেয়। পাশাপাশি এই সময় যে সমস্ত টিকা বাচ্চাদের দেওয়া হয় তা নির্দিষ্ট সময়ে দিতে হবে। এক থেকে ছ’মাস বয়স পর্যন্ত শিশুদের যদি একবার দুজনের বেশি জ্বর থাকে সেক্ষেত্রে ভয়ের কারণ থাকতে পারে। অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শীতের সময় এমনকি সারা বছর সামান্য পরিচর্যা করলেই শিশুদের সুস্থ রাখা যাবে।
advertisement
Ranjan Chanda
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Care Tips: বাড়ির খুদেদের দিন ডিম-মাংস, ঢেকে রাখুন হাত-পা-কান, শীতে শিশুদের বাঁচান ডাক্তারের পরামর্শে
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement