বাচ্চা জানতে চাইছে কী ভাবে মহিলারা অন্তঃসত্ত্বা হন? কী করণীয়, বলছেন বিশেষজ্ঞ!
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
বাচ্চা জানতে চাইছে কী ভাবে মহিলারা অন্তঃসত্ত্বা হন? কী করণীয়, বলছেন বিশেষজ্ঞ!
#নয়াদিল্লি: বাচ্চা জানতে চাইছে কী ভাবে মহিলারা অন্তঃসত্ত্বা হন? কী করণীয়, বলছেন বিশেষজ্ঞ!
তারা কোথা থেকে এল, কী ভাবে এল- মা-বাবার কাছে জানতে চায় অনেক শিশুই! তখন তাদের একটা কিছু বুঝিয়ে দেওয়া হয়ে থাকে! সেটার মধ্যে আপাতদৃষ্টিতে ভুল কিছু নেই। কেন না, একেবারে অল্প বয়সের বাচ্চাকে শারীরবৃত্তীয় ব্যাপার বোঝানো যাবে না, সেটা তাদের মাথাতেই ঢুকবে না! কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরে বাচ্চা যদি মহিলাদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠে এবং এই প্রসঙ্গে প্রশ্ন করতে থাকে, তখন কী করা ঠিক হবে? এই পর্বে এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন বিশেষজ্ঞা পল্লবী বার্নওয়াল।
advertisement
পল্লবী এক পাঠিকার চিঠির কথা এই প্রসঙ্গে উল্লেখ করেছেন।
advertisement
ওই মহিলা লিখেছেন যে তিনি বছর দশেকের ছেলেকে সঙ্গে নিয়ে টিভিতে একটা ছবি দেখছিলেন। দেখতে দেখতে ছেলে আচমকাই প্রশ্ন করে বসে- এই যে নায়ক নায়িকাকে চুম্বন করল এবং তার পরে নায়িকাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেল, এটা কি বাস্তবেও হয়ে থাকে? কেউ যদি তাকে চুমু খায়, তা হলে সেও কি অন্তঃসত্ত্বা হয়ে পড়বে?
advertisement
বিশেষজ্ঞা ছেলের এই প্রশ্নকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করতে বলছেন। তিনি জানিয়েছেন যে সব মা-বাবারই শারীরবৃত্তীয়, বলা ভালো, যৌনতা সংক্রান্ত কিছু তথ্য সন্তানদের দেওয়া উচিৎ। তাতে তারা সমাজে প্রচলিত ভুল ধারণার দ্বারা প্রভাবিত হতে পারবে না।
পল্লবী বলছেন যে বড়রা যৌনতাকে যে ভাবে বিচার করেন, একটি শিশু তা করে না। তাই তার কাছে সবটাই নতুন, সবটাই স্বাভাবিক। এক্ষেত্রে প্রাথমিক সেক্স এডুকেশন তাকে দেওয়া যেতেই পারে। তবে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে নয়। তা হলে?
advertisement
বিশেষজ্ঞা বলছেন যে এক্ষেত্রে সন্তানকে নারী এবং পুরুষের শরীরের গঠনগত তফাতটি বুঝিয়ে দিয়ে মা কী ভাবে গর্ভে শিশুকে লালন করেন- শুধু সেই তথ্যটুকুই দেওয়া যায়। বলা যায় যে এই বিষয়ে বড় হওয়ার পরে সে নিজে থেকেই বাকিটা জানতে পারবে, বুঝতে পারবে। এভাবে তার প্রশ্নের উত্তর দেওয়াটাও সহজ হয়, পাশাপাশি তাকে সত্যিটাও বলা যায়!
advertisement
সব শেষে পল্লবী আরেকটা কথা উল্লেখ করতে ভোলেননি। এক্ষেত্রে এটাও সন্তানকে বোঝাতে হবে যে টিভি-তে যা কিছু দেখা যায়, তার সবটাই সত্যি হয় না! এটাও শিশুর মনে অনেক ভুল ধারণা তৈরির সম্ভাবনা দূর করে দেবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2021 5:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাচ্চা জানতে চাইছে কী ভাবে মহিলারা অন্তঃসত্ত্বা হন? কী করণীয়, বলছেন বিশেষজ্ঞ!