Chicken in Blood Sugar: ব্লাড সুগারে কি চিকেন খাওয়া যায়? জানুন কীভাবে মুরগির মাংস খেলে ডায়াবেটিস বশে থাকবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Chicken in Blood Sugar: ঠিকমতো রান্না করা হলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে মুরগির মাংস। দ্রুত শর্করার মাত্রা বেড়ে যায় না রক্তে
নানা কারণেই বাঙালি হেঁশেলে চিকেনের কদর বেড়েছে৷ একে খাসির মাংসের তুলনায় দাম কম, তার উপর পুষ্টিকর৷ বাজারে সহজলভ্য এবং রান্না করাও সহজ৷ তাই সব মিলিয়ে রান্নাঘরে চিকেনের ব্যবহার ঊর্ধ্বমুখী৷ কিন্তু ডায়াবেটিকরা কি চিকেন খেতে পারবেন? নাকি চিকেন খাওয়া মধুমেহ রোগীদের জন্য ক্ষতিকর? সে নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। অনেকেই ডায়াবেটিস থাকলে চিকেন খাওয়া থেকে দূরে থাকেন। তাঁদের ধারণা, চিকেন খেলে শরীরের ক্ষতি হয়। তাঁদের সংশয় দূর করেছেন পুষ্টিবিদ নাতালি বাটলার। চিকেনে আছে লিন প্রোটিন। যেটা শরীরের জন্য উপকারী। তাছাড়া ঠিকমতো রান্না করা হলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে মুরগির মাংস। দ্রুত শর্করার মাত্রা বেড়ে যায় না রক্তে।
চিকেনে আছে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস। মধুমেহ রোগীদের পাশাপাশি যাঁরা ডায়েটিং করছেন, তাঁরাও ডায়েটে চিকেন রাখুন। ডায়াবেটিস থাকলে ডিপ ফ্রায়েড চিকেন খাবেন না। প্যান ফ্রায়েড চিকেন তৈরির ক্ষেত্রে কম তেল লাগে। ব্যালান্সড ডায়েটের জন্য চিকেন খুবই দরকারি। তবে সেটা ডিপ ফ্রায়েড হলে চলবে না। বাজার থেকে কেনা তাজা চিকেনের তুলনায় হিমায়িত বা ফ্রোজেন চিকেনের ক্ষতিকর দিক অনেক বেশি। এই চিকেনে ফ্যাট, সল্ট এবং প্রেজারভেটিভস-এর পরিমাণ অনেক বেশি। ফলে রেডিমেড চিকেন সসেজ খাওয়া ডায়াবেটিসে ক্ষতিকর।
advertisement
advertisement
গ্রিলড চিকেন খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত। এতে তেল কম লাগে। বজায় থাকে পুষ্টিগুণও। তাই মধুমেহ রোগে খেতে পারেন গ্রিলড চিকেন। বোনলেস, স্কিনলেস চিকেনের ব্রেস্টপার্ট খেতে বলা হয় মধুমেহ রোগে। গ্রিলড চিকেন খান পছন্দসই মশলা দিয়ে। বেশি তেলমশলা দিয়ে চিকেন রান্না করে মধুমেহ রোগে না খাওয়াই ভাল। তার বদলে খান বেকড চিকেন, গ্রিলড চিকেন। চিকেন স্যুপ, চিকেন স্যালাডও রাখুন ডায়েটে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 3:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken in Blood Sugar: ব্লাড সুগারে কি চিকেন খাওয়া যায়? জানুন কীভাবে মুরগির মাংস খেলে ডায়াবেটিস বশে থাকবে