Viral Dacoit News: চম্বলের কুখ্যাত ডাকাতের নাতি IIT ইঞ্জিনিয়ার! বিদেশে ৮৮ লক্ষ বেতনের চাকরি ছেড়ে আজ IAS অফিসার!

Last Updated:

Viral Dacoit News:তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ও সঙ্কল্পের মাধ্যমে দেব তোমর নেদারল্যান্ডসে ফিলিপস কোম্পানির সদর দফতরে ৮৮ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ-সহ বিজ্ঞানী হিসেবে একটি আকর্ষণীয় চাকরি পান।

ডাকাতের নাতি দেব তোমর
ডাকাতের নাতি দেব তোমর
দেব তোমরের জন্য প্রতিকূলতা এবং ব্যর্থতায় ভরা অতীত থেকে বেরিয়ে আসা কেবল চ্যালেঞ্জিংই ছিল না, ছিল কার্যত অসম্ভব। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা দেব তোমরকে প্রায়ই বলা হত যে তিনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন না কারণ তাঁর ঠাকুরদা ছিলেন চম্বলের একজন বিদ্রোহী ডাকাত। তিনি ঠিক করেছিলেন কখনও তাঁদের উপযুক্ত জবাব দেবেন নিজের কাজেই, মুখের কথায় নয়।
মধ্যপ্রদেশের বাসিন্দা, দেব তোমরের ঠাকুরদা রামগোবিন্দ সিং তোমার ছিলেন চম্বলের একজন কুখ্যাত ডাকাত। তাঁর বাবা বলবীর সিং তোমর কিন্তু সেই পথে হাঁটেননি। তিনি সংস্কৃতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর এই সিদ্ধান্ত ছেলেকে উৎকর্ষের পথে চলতে অনুপ্রাণিত করে। তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ও সঙ্কল্পের মাধ্যমে দেব তোমর নেদারল্যান্ডসে ফিলিপস কোম্পানির সদর দফতরে ৮৮ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ-সহ বিজ্ঞানী হিসেবে একটি আকর্ষণীয় চাকরি পান।
advertisement
তবে সেখানেই থেমে থাকেননি তিনি। পরবর্তীতে সিভিল সার্ভিস পরীক্ষায় মন দেন। আইআইটি স্নাতক এই তরুণ ২০১৯ সালে চাকরির পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। ২০২৪ সালে তাঁর কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প ফলপ্রসূ হয় যখন তিনি ইউপিএসসি পরীক্ষায় সফল হন। সারা দেশে তাঁর মেধাতালিকায় স্থান হয় ৬২৯।
advertisement
আরও পড়ুন : এ বছর বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে? কোন দিন পালিত হবে তাঁর তিরোধান তিথি? জেনে নিন
প্রস্তুতির প্রথম দু’ বছরে তিনি বেতন থেকে সঞ্চিত টাকা ব্যয় করেছিলেন। কিন্তু পরে তাঁর সঞ্চয়ের টাকা ফুরিয়ে যায়। তখন তাঁর পাশে এসে দাঁড়ান স্ত্রী এবং পরিবার। অর্থ সংস্থানের জন্য তাঁর স্ত্রী চাকরিতে যোগ দেন। দেব তোমর জানান, শুধু তাঁর পরিশ্রম বা মেধা নয়, পরিবারের সমর্থন পাশে না থাকলে তিনি আজ এই উচ্চতায় পৌঁছতে পারতেন না।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Dacoit News: চম্বলের কুখ্যাত ডাকাতের নাতি IIT ইঞ্জিনিয়ার! বিদেশে ৮৮ লক্ষ বেতনের চাকরি ছেড়ে আজ IAS অফিসার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement