Ceiling Fan Cleaning: সিলিং ফ্যান পরিষ্কার করুন নিজেই! রইল ৩ সহজ উপায়!
- Published by:Piya Banerjee
Last Updated:
Ceiling Fan Cleaning: সিলিং ফ্যান পরিষ্কার কষ্টসাধ্য কাজ। তবে চিন্তা নেই। এই কাজটাকেও সহজ করে নেওয়া যায়। কীভাবে জানেন? রইল খুব সহজ তিনটে টিপস!
#নয়া দিল্লি: বাড়ির প্রতিটা কোন পরিষ্কার করা হয়। কিন্তু খেয়াল থাকে না সিলিং ফ্যানের কথা। গোটা গ্রীষ্ম আর বর্ষাকাল ধরে স্বস্তির হাওয়া দেয় সিলিং ফ্যান। শীতকালে তার বিশ্রাম। তাই দীপাবলির সময় পাখাও পরিষ্কার করা উচিত। ছাদে টাঙানো পাখা পরিষ্কার করা কষ্টসাধ্য। বিছানার উপর টুল বা চেয়ার পেতে তার উপর উঠতে হবে। তবে নাগাল পাওয়া যাবে সিলিং ফ্যানের। পরিষ্কার করতে গিয়ে কালিঝুলিও মাখতে হয় বিস্তর। সোজা কথায়, সিলিং ফ্যান পরিষ্কার কষ্টসাধ্য কাজ। তবে চিন্তা নেই। এই কাজটাকেও সহজ করে নেওয়া যায়। কীভাবে? রইল তার হদিশ।
বালিশের কভার দিয়ে পরিষ্কার: বালিশের ওয়ার দিয়ে খুব সহজেই ফ্যানের ব্লেড পরিষ্কার করা যায়। তবে এর কৌশল রয়েছে। প্রথমে একটা সুতির বালিশের কভার নিতে হবে। সেটাকে সামান্য ভিজিয়ে নিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে সব ময়লা। সবার আগে ফ্যানের ব্লেডে জামা পরানোর মতো ওয়ারটা পরিয়ে দিতে হবে। তারপর দুহাত দিয়ে চেপে বের করে আনতে হবে। এতে সব ময়লা বালিশের কভারের ভিতর গিয়ে পড়বে। বারবার পরিষ্কার করার প্রয়োজন হবে না।
advertisement
advertisement
কয়েক মাস ফ্যান পরিষ্কার না হলে এই কৌশল: কয়েক মাস ফ্যান পরিষ্কার না করলে ময়লা সহজে উঠতে চাইবে না। এতে শুকনো ধূলিকণার পাশাপাশি আঠালো দানাও থাকবে। এই পরিস্থিতিতে প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। যাতে ধুলো দূর হয়ে যায়। এরপর ভেজা কাপড় দিয়ে আরও একবার পরিষ্কার করতে হবে। তাহলেই সব ময়লা দূর হবে। তবে আঠালো ময়লা পরিষ্কার করতে সাবান জল প্রয়োজন। কমপক্ষে তিন বার ব্লেডগুলোকে ধুতে হবে। না হলে দ্বিগুণ পরিশ্রমও জলে যাবে।
advertisement
নোংরা কাপড় নয়: ঝাড়পোঁছ করার সময় অনেকেই নোংরা কাপড় ব্যবহার করেন। এতে আদতে কোনও কাজ হয় না। ফ্যানের ব্লেড আরও নোংরা হবে। পরিষ্কার করা আরও কষ্টসাধ্য হয়ে উঠবে। তাই পরিষ্কার সুতির কাপড় সবচেয়ে ভাল। অনেকে মাইক্রোফাইবার বেছে নেন। এটাও ভাল বিকল্প। ফ্যান পরিষ্কার করার আগে খবরের কাগজ কিংবা চাদর বিছিয়ে নিতে ভুললে চলবে না। না হলে বিছানা বা মেঝেতে ময়লা পড়বে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 9:56 PM IST