ক্যানসার থেকে বাঁচাবে সিগারেট!

Last Updated:

তখন উপরের শিরোনামে এমন দাবি, নতুন করে এপ্রিল ফুল বানানোর প্রচেষ্টা বলেই নিশ্চয় ভাবছেন অনেকে ৷

 #ওয়াশিংটন: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন সতর্কবাণীতে ভরে গিয়েছে সিগারেটের প্যাকেট থেকে সিনেমার পর্দা ৷ সিগারেট ঠোঁটে ওঠানোর আগে প্যাকেটের ভয়ঙ্কর ছবি দেখে চমকে উঠতে হয় ৷ তখন উপরের শিরোনামে এমন দাবি, নতুন করে এপ্রিল ফুল বানানোর প্রচেষ্টা বলেই নিশ্চয় ভাবছেন অনেকে ৷ কিন্তু এই কথা দাবি আমেরিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে টোব্যাকোকে উপকারী উপাদান বলে দাবি করা হয়েছে ৷
শুধু তাই নয় ASU বায়োডিজাইন ইনস্টিটিউটের গবেষক চার্লস আর্নটজেন এবং তাঁর সহকর্মীদের দাবি, ক্যানসার প্রতিরোধে তামাক বা টোব্যাকোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ ক্যানসার সহ আরও কিছু গুরুতর অসুখের ভ্যাকশিন তৈরিতে কাজে লাগানো হচ্ছে তামাককে ৷ তাই তামাকের নিত্য ব্যবহার মানুষের শরীরে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে এই গবেষক দল ৷
advertisement
তবে কোনও কিছুর অতিরিক্ত ব্যবহার যেমন ভালো নয়, তেমন ধূমপানে অতিরিক্ত আসক্তিতে শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলবে সে সম্বন্ধে কোনও সন্দেহ নেই ৷ তাই ক্যানসার প্রতিরোধের বাহানায় হাতে লাইটার আর সিগারেট তুলে নিলে তা কর্কট রোগের আক্রমণ থেকে বাঁচাবে না তাকে আমন্ত্রণ করে আনবে, সম্পর্কে আমাদের কোনও মতামত নেই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্যানসার থেকে বাঁচাবে সিগারেট!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement