চোখের মণির আয়তন দেখেই বলা যায় কার কত বুদ্ধি, কী ভাবে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা!

Last Updated:

১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে বিজ্ঞানীরা ৫০০ জন ব্যক্তির উপরে বিস্তারিতভাবে পরীক্ষা করেছিলেন।

#ওয়াশিংটন: কথায় বলে, চোখ হল আত্মার জানলা। অর্থাৎ চোখের ভাষা মনের ভাষার প্রথম পরিচয়। আর এই জনপ্রিয় বিশ্বাসের সঙ্গে বিজ্ঞানেরও একটি দৃঢ় সংযোগ রয়েছে। আপনি কারও প্রতি আকৃষ্ট হলে আপনার চোখের মণি বড় হয়ে যায়। মজার বিষয় হল, আপনার মণিযুগল আপনার সম্পর্কে আরও অনেক কিছু বলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির (Georgia Institute of Technology) বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণায় দেখতে পেয়েছেন যে চক্ষুতারার আকার একজন ব্যক্তির বুদ্ধি সম্পর্কে বলতে পারে। সংশ্লিষ্ট গবেষণাটি করেছেন বিজ্ঞানী জ্যাসম সুকাহারা (Jason Tsukahara) এবং র‌্যান্ডাল অ্যাঙ্গেল (Randall Engle) এবং তাঁরা এবিষয়ে আলেকজান্ডার বার্গোয়েনের (Alexander Burgoyne) সঙ্গে একটি বৈজ্ঞানিক আমেরিকান নিবন্ধে লিখেছেন এবং চেতনা বিষয়ক জুনের সংখ্যায় তা প্রকাশিত হয়েছে।
এপ্রসঙ্গে বিজ্ঞানীরা বলেন,"আমরা দেখতে পেয়েছি যে জ্ঞানের পরীক্ষাগুলিতে যারা সর্বাধিক নম্বর পেয়েছেন এবং যারা সর্বনিম্ন নম্বর পেয়েছেন তাদের মধ্যে চক্ষুতারার আকারের প্রধান পার্থক্য যে যথেষ্ট বড় ছিল তা নিঃসন্দেহে বলা যায়।"
১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে বিজ্ঞানীরা ৫০০ জন ব্যক্তির উপরে বিস্তারিতভাবে পরীক্ষা করেছিলেন। অংশগ্রহণকারীদের বিজ্ঞনীরা ল্যাবরেটরির আলোতে একটি ফাঁকা কম্পিউটারের স্ক্রিনে তাকাতে বলেন। তার পরে, গবেষকরা আই ট্র্যাকার (Eye tracker) ব্যবহার করে অংশগ্রহণকারীদের চক্ষুতারার আকারটি পরিমাপ করেন। এক্ষেত্রে কর্নিয়া এবং চোখের মণিকে সঠিকভাবে বোঝার জন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত একটি উচ্চ-শক্তিযুক্ত ক্যামেরা ব্যবহার করা হয় যা আই ট্র‍্যাকারের কাজ করেন। বিজ্ঞানীতা ওই আই ট্র‍্যাকার ব্যবহার করে প্রত্যেক ব্যক্তির চোখের মণির গড় আকার পরিমাপ করেন।
advertisement
advertisement
এর পর, অংশগ্রহণকারীদের কিছু কাজ করতে হয় যার মাধ্যমে তাদের "তরল বুদ্ধিমত্তা" (fluid intelligence) অর্থাৎ নতুন সমস্যাগুলির মাধ্যমে তর্ক করার এবং সমাধান করার ক্ষমতা, "মনোযোগ নিয়ন্ত্রণ"- বিভ্রান্তির মধ্যে মনোযোগ ঠিক রাখার চেষ্টা, এবং "স্মৃতির ক্ষমতায় কাজ"- প্রয়োজনীয় সময়ে তথ্য সঞ্চয়ের ক্ষমতা-এই তিনটি বিষয় পরিমাপ করা হয়।
বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে কোনও ব্যক্তির চোখের মণি আকারে বড় হলে তার বেশি তরল বুদ্ধি এবং মনোযোগ নিয়ন্ত্রণ থাকে। সেই সব মানুষের স্মৃতির বেশি ক্ষমতাও থাকে তবে তা তরল বুদ্ধি এবং মনোযোগ নিয়ন্ত্রণের তুলনায় কম হয়।
advertisement
মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে কতটা নিয়ন্ত্রণ, সংগঠন এবং সমন্বয় ঘটছে তাও চক্ষুতারা বলে দিতে পারে। যদি এই সমন্বয়টি খুব ভালো হয় তবে একজন ব্যক্তি আরও বেশি চ্যালেঞ্জিং কাজ করতে পারেন যা মস্তিষ্ককে জ্ঞানের দক্ষতায় ভালো কাজ করতে সাহায্য করে। এমনকি বিশ্রাম নিলেও তা চোখের মণির আকারে প্রতিফলিত হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখের মণির আয়তন দেখেই বলা যায় কার কত বুদ্ধি, কী ভাবে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement