#অম্বিকাপুর: প্লাস্টিকের বোতল, আবর্জনা এখন পরিবেশের অন্যতম বড় সমস্যা৷ সেই বোতল কুড়িয়ে যাদের দিন কাটে, সারাদিনের শেষে প্রায়ই খাবার জোটে না তাদের৷ পরিবেশ সুরক্ষার পাশাপাশি এবার তাদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল ছত্তিসগড়ের এই ক্যাফে৷৫০০ গ্রাম প্লাস্টিকের বর্জ্য আনলেই এই ক্যাফেতে পেট ভরে ব্রেকফাস্ট খাওয়া যাবে৷ ১ কেজি প্লাস্টিকের বর্জ্য আনলে পেট ভরে লাঞ্চ বা ডিনার খাওয়া যাবে অম্বিকাপুরের এই ক্যাফেতে৷ সম্প্রতি ইনদওরের পর এই শহর দেশের দ্বিতীয় পরিচ্ছন্নতম শহর হিসেবে চিহ্নিত হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।