প্লাস্টিকের বর্জ্য নিয়ে এলেই পেট ভরে খাবার খাওয়া যাবে এই রেস্তোরাঁয়
Last Updated:
১ কেজি প্লাস্টিকের বর্জ্য আনলে পেট ভরে লাঞ্চ বা ডিনার খাওয়া যাবে অম্বিকাপুরের এই ক্যাফেতে৷
#অম্বিকাপুর: প্লাস্টিকের বোতল, আবর্জনা এখন পরিবেশের অন্যতম বড় সমস্যা৷ সেই বোতল কুড়িয়ে যাদের দিন কাটে, সারাদিনের শেষে প্রায়ই খাবার জোটে না তাদের৷ পরিবেশ সুরক্ষার পাশাপাশি এবার তাদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল ছত্তিসগড়ের এই ক্যাফে৷
৫০০ গ্রাম প্লাস্টিকের বর্জ্য আনলেই এই ক্যাফেতে পেট ভরে ব্রেকফাস্ট খাওয়া যাবে৷ ১ কেজি প্লাস্টিকের বর্জ্য আনলে পেট ভরে লাঞ্চ বা ডিনার খাওয়া যাবে অম্বিকাপুরের এই ক্যাফেতে৷ সম্প্রতি ইনদওরের পর এই শহর দেশের দ্বিতীয় পরিচ্ছন্নতম শহর হিসেবে চিহ্নিত হয়েছে৷
গারবেজ ক্যাফে স্কিমে ৫ লক্ষ টাকা দিয়ে শহরের প্রধান বাস স্ট্যান্ডে তৈরি হচ্ছে এই ক্যাফে৷ যারা প্লাস্টিকের বর্জ্য কুড়িয়ে দিন চালান তাদের জন্য আশ্রয়েরও ব্যবস্থা করা হবে৷ এর মধ্যেই প্লাস্টিক ব্যাগ দিয়ে তৈরি হয়েছে রাস্তা৷
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2019 7:10 PM IST