হোম /খবর /লাইফস্টাইল /
প্লাস্টিকের বর্জ্য নিয়ে এলেই পেট ভরে খাবার খাওয়া যাবে এই রেস্তোরাঁয়

প্লাস্টিকের বর্জ্য নিয়ে এলেই পেট ভরে খাবার খাওয়া যাবে এই রেস্তোরাঁয়

উল্লেখ্য, মহাত্মা গান্ধির জন্মদিন উপলক্ষে ২ অক্টোবর থেকে গোটা ভারতে প্লাস্টিক চামচ, প্লাস্টিক কাপ, প্লেট, ছোট বোতল, স্ট্র ও স্যাশে পাউচের মতো ৬ ধরনের প্লাস্টিকজাত দ্রব্যের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷

উল্লেখ্য, মহাত্মা গান্ধির জন্মদিন উপলক্ষে ২ অক্টোবর থেকে গোটা ভারতে প্লাস্টিক চামচ, প্লাস্টিক কাপ, প্লেট, ছোট বোতল, স্ট্র ও স্যাশে পাউচের মতো ৬ ধরনের প্লাস্টিকজাত দ্রব্যের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷

১ কেজি প্লাস্টিকের বর্জ্য আনলে পেট ভরে লাঞ্চ বা ডিনার খাওয়া যাবে অম্বিকাপুরের এই ক্যাফেতে৷

  • Last Updated :
  • Share this:

    #অম্বিকাপুর: প্লাস্টিকের বোতল, আবর্জনা এখন পরিবেশের অন্যতম বড় সমস্যা৷ সেই বোতল কুড়িয়ে যাদের দিন কাটে, সারাদিনের শেষে প্রায়ই খাবার জোটে না তাদের৷ পরিবেশ সুরক্ষার পাশাপাশি এবার তাদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল ছত্তিসগড়ের এই ক্যাফে৷৫০০ গ্রাম প্লাস্টিকের বর্জ্য আনলেই এই ক্যাফেতে পেট ভরে ব্রেকফাস্ট খাওয়া যাবে৷ ১ কেজি প্লাস্টিকের বর্জ্য আনলে পেট ভরে লাঞ্চ বা ডিনার খাওয়া যাবে অম্বিকাপুরের এই ক্যাফেতে৷ সম্প্রতি ইনদওরের পর এই শহর দেশের দ্বিতীয় পরিচ্ছন্নতম শহর হিসেবে চিহ্নিত হয়েছে৷গারবেজ ক্যাফে স্কিমে ৫ লক্ষ টাকা দিয়ে শহরের প্রধান বাস স্ট্যান্ডে তৈরি হচ্ছে এই ক্যাফে৷ যারা প্লাস্টিকের বর্জ্য কুড়িয়ে দিন চালান তাদের জন্য আশ্রয়েরও ব্যবস্থা করা হবে৷ এর মধ্যেই প্লাস্টিক ব্যাগ দিয়ে তৈরি হয়েছে রাস্তা৷

    First published:

    Tags: Cafe, Plastic, Waste