Inspiration: অনটনের সংসারে নুন আনতে ফুরিয়ে যায় পান্তা, উচ্চ মাধ্যমিকে ভাল ফলের পরও অনিশ্চিত ভবিষ্য‍‍ৎ মেধাবীর

Last Updated:

Inspiration:বাবা পেশায় কাঠ মিস্ত্রি,নুন আনতে পান্তা ফুরোনোর সংসার।এই পরিস্থিতিতেও সকল প্রতিকূলতাকে দূরে সরিয়ে উচ্চমাধ্যমিকে কালচিনি ব্লকের মধ্যে ভাল ফল করেছে হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের ছাত্র কুনাল শীল।তবে আগামীতে তার পড়াশুনো চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

+
কুণাল

কুণাল শীল

অনন্যা দে, আলিপুরদুয়ার: বাবা পেশায় কাঠ মিস্ত্রি,নুন আনতে পান্তা ফুরনোর সংসার।এই পরিস্থিতিতেও সকল প্রতিকূলতাকে দূরে সরিয়ে উচ্চমাধ্যমিকে কালচিনি ব্লকের মধ্যে ভাল ফল করেছে হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের ছাত্র কুণাল শীল।তবে আগামীতে তার পড়াশুনো চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
তার প্রাপ্ত নম্বর ৪৬৯। কলাবিভাগের এই ছাত্রের সবচেয়ে বেশি নম্বর এসেছে ভূগোলে। তার এই বিষয়ে প্রাপ্ত নম্বর ৯৮। এই বিষয় নিয়ে আগামীতে পড়াশুনো চালিয়ে যাওয়া সমস্যা। খরচ রয়েছে প্রচুর। তাই ইতিহাস নিয়ে আগামীতে পড়ার ইচ্ছে রয়েছে তার।কুণালের এতো ভাল ফলাফল দেখে খুশি পরিবারের সদস্যরা।  কালচিনি ব্লকের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা কুণাল শীল। পরিবারের বাবা, মা, ছাড়াও রয়েছে তার দাদাও। সেও কষ্ট করেই চালিয়েছে তার পঠন-পাঠন।তবে ভাইয়ের যাতে সেই কষ্ট করতে না হয় তাই সর্বদা তার পাশে ছিলেন দাদা। কুণালের কথায়, “সংসারে আর্থিক অনটন তো রয়েছে।তবে সে সবের মাঝেও আমার বাবার পাশাপাশি, আমার দাদা আমাকে অনেকটা সাহায্য করছে। আগামীতে শিক্ষকতার পেশায় নিযুক্ত হওয়াই লক্ষ্য।”
advertisement
আরও পড়ুন : বাসমতি চালের ভাত খেলে কি হুড়মুড়িয়ে বাড়ে ব্লাড সুগার? ডায়াবেটিস রোগীরা পোলাও, ফ্রায়েড রাইস, বিরিয়ানি খেলেই শরীর ঝাঁঝরা? জানুন
আকাশ সমান অসুবিধা থাকলেও ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান কুণালের বাবা ও মা। কুণালের মা পুতুল শীল জানান “ছেলে নিজে কষ্ট করে এবং তার দাদার সাহায্যে এই ফল পেয়েছে।আগামীতেও যত কষ্টই হোক না কেন তাকে পড়ানোর চেষ্টা করব।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Inspiration: অনটনের সংসারে নুন আনতে ফুরিয়ে যায় পান্তা, উচ্চ মাধ্যমিকে ভাল ফলের পরও অনিশ্চিত ভবিষ্য‍‍ৎ মেধাবীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement