Paresh Rawal: ‘বিয়ারের মতো খেয়েছি...’, নিজের প্রস্রাব পান করতেন পরেশ রাওয়াল! কোন সমস্যা থেকে সেরে উঠতে এই কাজ করতেন অভিনেতা? রিপোর্ট দেখে ডাক্তারও অবাক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Paresh Rawal: নিজের প্রস্রাব পান করেন অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই কথা নিজেই খোলসা করেছেন অভিনেতা।
নিজের প্রস্রাব পান করেন অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই কথা নিজেই খোলসা করেছেন অভিনেতা। তিনি বলেন একটি আঘাত থেকে সেরে ওঠার জন্য তাকে নিজের প্রস্রাব পান করার পরামর্শ দিয়েছিলেন অজয় দেবগনের বাবা বীরু দেবগন।
দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে পরেশ জানিয়েছেন, রাজকুমার সন্তোষীর ছবি ‘ঘাতক’-এর শ্যুটিংয়ের সময় আহত হয়েছিলেন অভিনেতা। পায়ে মারাত্মক চোট পেয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন পরেশ রাওয়াল। এই আঘাত শুরু শারীরিক নয়, মানসিক ভাবেও তাঁকে ধাক্কা দিয়েছিল, জানান অভিনেতা।
advertisement
advertisement
পায়ের মারাত্মক চোট পাওয়ার পর পরেশের মনে হয়েছিল তাঁর অভিনয় কেরিয়ারের বোধহয় এখানেই ইতি। রীতিমতো ভয় পেয়েছিলেন অভিনেতা। ঠিক তখনই তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিলেন অজয় দেবগনের বাবা বীরু দেবগন এবং দিয়েছিলেন এক অদ্ভুত পরামর্শ। অভিনেতার কথায়, ‘‘যখন আমি নানবতী হাসপাতালে ছিলাম, তখন বীরু দেবগন আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আমার কী হয়েছে? আমি তাকে আমার পায়ের আঘাতের কথা বললাম।’’
advertisement
পরেশ রাওয়াল জানান, ‘‘তিনি আমাকে সকালে প্রথমে নিজের মুত্র পান করতে বলেছিলেন। সব ফাইটাররা এটা করে। তিনি বলেন, কখনও কোনো সমস্যা হবে না, শুধু সকালে প্রথমে নিজের পেশাব পান করুন।’’ মদ, মাটন এবং তামাক সেবন না করারও পরামর্শও পরেশকে দিয়েছিলেন অজয়ের বাবা বীরু। পরেশ রাওয়াল জানান, তিনি আগেই এগুলি পরিত্যাগ করেছিলেন।
advertisement
শুধু তাই অভিনেতা জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত প্রস্রাব পান করা মানেই তিনি নেহাত্ গিলে নেবেন তা নয়। ‘‘আমি এটি বিয়ারের মতো একটু একটু চুমুক দিয়ে পান করব, সঠিকভাবে করব। আমি ১৫ দিন ধরে এটি করেছি এবং যখন এক্স-রে রিপোর্ট এল, তখন ডাক্তার অবাক হয়েছিলেন।’’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 1:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Paresh Rawal: ‘বিয়ারের মতো খেয়েছি...’, নিজের প্রস্রাব পান করতেন পরেশ রাওয়াল! কোন সমস্যা থেকে সেরে উঠতে এই কাজ করতেন অভিনেতা? রিপোর্ট দেখে ডাক্তারও অবাক