Tarapith Boat Service: তারাপীঠের ঐতিহ্যবাহী দ্বারকা নদীতে শুরু নৌকা পরিষেবা, আপনি কী সুবিধা পাবেন?

Last Updated:

বিশেষ করে বর্ষাকালে জল বাড়লে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের তখন তাদের রামপুরহাট হয়ে ঘুরপথে আসতে হয় যার ফলে সময় ও টাকা ব্যায় হয় অনেকটা। আর এর ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করে শুরু হলও নৌকা নিয়ে পারাপার।

+
নৌকা 

নৌকা 

বীরভূম: বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে কখনও ভারী এবং কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আর এই দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিপাতের জেরে ফের দ্বারকা নদীতে জলস্তর বেড়ে যাবার ফলে ভেসে যায় বাঁশের তৈরি অস্থায়ী সেতু। আর সেই সেতু ভেঙে যাওয়ার ফলে এই গ্রামে প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গন্তব্যস্থলে পৌঁছতে যেতে হয় অতিরিক্ত বেশ কয়েক কিলোমিটার দূর রাস্তা ঘুরে।
অবশেষে রামপুরহাট ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষে থেকে চালু হল দ্বারকা নদীতে নৌকা পরিষেবা। এর ফলে সুবিধা পাবেন দ্বারকা নদীর আশেপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষজন। কয়েকদিন আগেই সাধারণ মানুষের পারাপারের জন্য রামপুরহাট দুই নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয় কিন্তু সেটি জলস্রোতে ভেসে যাওয়ায় ফের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
কার্যত মাড়গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল নদীর ওপারে অবস্থিত বাতিনা, রানাপুর, সরলপুর সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে। প্রায় প্রত্যেক দিনই সাধারণ মানুষজনদের মাড়গ্রামে আসতে হয়, কারণ মাড়গ্রামে রয়েছে রামপুরহাট ২ নম্বর ব্লক অফিস, পঞ্চায়েত সমিতি, বিদ্যুৎ দফতর এর অফিস,থানা সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা ও প্রশাসনিক দফতর।
advertisement
পাশাপাশি রয়েছে বড় বাজার। মাড়গ্রামে দ্বারকা নদীতে ব্রিজ না থাকার ফলে সাধারণ মানুষদের কখনও অস্থায়ী বাঁশের সেতুর মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আবার নদীতে জল বাড়লে নৌকার উপরে ভরসা করতে হয়। বিশেষ করে বর্ষাকালে জল বাড়লে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের তখন তাদের রামপুরহাট হয়ে ঘুরপথে আসতে হয় যার ফলে সময় ও টাকা ব্যায় হয় অনেকটা। আর এর ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করে শুরু হলও নৌকা নিয়ে পারাপার। এই কারণে অনেকটা উপকৃত হবেন সাধারণ মানুষ।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tarapith Boat Service: তারাপীঠের ঐতিহ্যবাহী দ্বারকা নদীতে শুরু নৌকা পরিষেবা, আপনি কী সুবিধা পাবেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement