Black Rice: কালো বলে এই চাল খান না? অবশ্যই খান, ডাক্তারের খরচ বেঁচে যাবে!

Last Updated:

Black Rice: কালো চালের উপকারিতা সম্বন্ধে জানেন? কালো চাল মানুষকে নিরোগ রাখতে সমর্থ।

কালো চালের উপকারিতা জানুন
কালো চালের উপকারিতা জানুন
কলকাতা: কালো চাল নিয়ে এই মুহূর্তে মানুষের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। এটাকে কালো চাল কিংবা অনেকে বেগুনি চাল হিসেবে জানেন। এই চাল মূলত ৪০০০ বছরের পুরনো বলে জানা গেছে। প্রাচীন কালে চিনের রাজারা কালো চাল, খাবার হিসেবে গ্রহণ করতেন। সেই সময় চিনের সাধারণ মানুষের এই কালো চাল খাওয়া বারণ ছিল। কারণ রাজা ওই চাল খেত। তাই কালো চালকে অনেকে ‘নিষিদ্ধ চাল’ বা ‘Forbidden rice’ বলেই জানে।
তবে কালো চালের গুণাগুণ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। গবেষকরা বলছেন কালো চাল খাওয়া মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি ও লাভ জনক।  এই কালো চাল বিভিন্ন রকম রয়েছে,যেমন ইন্দোনেশিয়ার  কালো চালের নাম ফিলিপাইন বালাতিনাচাল ও থাই জুঁই । মনিপুরে এই চাল ‘চক- হাও ‘নামে পরিচিত। ওই সমস্ত জায়গা গুলিতে কালো চালকে  এখনও অনুষ্ঠানে নানা পদে ব্যবহার করা হয়।
advertisement
advertisement
গবেষকরা বলছেন, কালো চালে অ্যান্থসায়ানিন বেশি থাকে। যার ফলে চালের বর্ণ কালচে হয়। যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই ক্যান্সার প্রতিরোধে কার্যকরী। এই কালো চালে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে। যে কারণে এই চালের ভাত মানব শরীরে খুব ধীর গতিতে গ্লুকোজ তৈরি করে। ফলে শরীরে রক্তের শর্করার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তাই মধুমেহ রোগীদের পক্ষে এই চাল উপকারী বলে মনে করেন গবেষকরা।
advertisement
এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক ডঃ প্রশান্ত কুমার বিশ্বাস জানান,’কালো চাল খাওয়া মানুষের শরীরে পক্ষে খুব উপকারী। যার কারণ হিসেবে দেখা যায় ,প্রচন্ড পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এতে ।অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং নানা ধরনের ভিটামিন,জিংক এবং মিনারেলস রয়েছে। যার ফলে ক্যান্সার প্রতিরোধ থেকে আরম্ভ করে, শরীর বৃত্তীয় নানা প্রক্রিয়াতে এই চালের অংশগ্রহণ রয়েছে। প্রথমে কালো চাল অল্প করে খেলে ভালো। কিন্তু খাবারের তালিকায় কালো চাল রাখলে,বেশ উপকারী।’
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Black Rice: কালো বলে এই চাল খান না? অবশ্যই খান, ডাক্তারের খরচ বেঁচে যাবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement