• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ছোট্ট ভাইয়ের মুখে খাওয়ার তুলে দিতে মাথার ঘাম পায়ে ফেলছে খুদে দাদা, ভিডিও দেখলে মন ভরবে

ছোট্ট ভাইয়ের মুখে খাওয়ার তুলে দিতে মাথার ঘাম পায়ে ফেলছে খুদে দাদা, ভিডিও দেখলে মন ভরবে

Photo Courtesy: Facebook

Photo Courtesy: Facebook

 • Share this:

  #কলকাতা: ভাই ছোট৷ ওর খিদে পেয়েছে৷ সেই ভাইয়ের মুখে খাবার তুলে দিতে দাদা অতি ব্যস্ত৷ সম্পর্কে দাদা ঠিকই, তবে সে নিজেও খুবই ছোট৷ কিন্তু দাদার দায়িত্ব তো পালন করতে হবে৷ তাই সব রকম বাধা পেরিয়ে নিজেই ভাইয়ের জন্য সে রান্না করল৷ আগুন জ্বালিয়ে তাতে কড়াই চাপিয়ে সবজি, ডিম দিয়ে ভাত ভেজে ভাইয়ের পাতে তুলে দিল খুদে দাদা৷ নিজে হাতেই করল সব কিছু৷

  আরও পড়ুনহিন্দি গানে 'মেয়ের' সঙ্গে নেচে মাত করলেন অপরাজিতা আঢ্য, তুমুল গতিতে ভিডিও ভাইরাল!

  আদরের ভাই চুপটি করে শুধু দাদার কেরামতি দেখল৷ ভাইয়ের জন্য যত্ন করে এমন রান্না হয়ত অনেকেই এখন আর করেন না! কিন্তু এই দাদা ও ভাইয়ের সম্পর্ক এখনও মধুর৷ এই ভালবাসায় কোনও খাদ নেই৷ তাই তো ছোট্ট ভাইয়ের জন্য এত পরিশ্রম করেও হাসিমুখে রয়েছে খুদে দাদা৷ দেখুন ভিডিও৷

  First published: