Bhai Dooj 2022|| ভাইফোঁটায় বাড়িতেই বানিয়ে ফেলুন রকমারি মিষ্টি, রইল তৈরির খুঁটিনাটি

Last Updated:

Bhai Dooj special sweet recipe: হাতে সময় কম, ভাবছেন কী বানাবেন, চিন্তা নেই, ঘন্টাখানেকের মধ্যেই সহজেই বাড়িতে বানিয়ে নিন এই মিষ্টিগুলো।

#কলকাতা: স্বাদ বদলাতে ভাইফোঁটার মিষ্টিতে থাকুক অভিনবত্বের ছোঁয়া। তবে হাতে সময় কম, ভাবছেন কী বানাবেন, চিন্তা নেই, ঘন্টাখানেকের মধ্যেই সহজেই বাড়িতে বানিয়ে নিন এই মিষ্টিগুলো। নিত্যদিনের ব্যবহারের উপকরণ দিয়েই বানানো যাবে।
গোলাপ জাম/ গুলাব জামুনঃ 
advertisement
আধঘন্টার মধ্যেই বানিয়ে ফেলুন গোলাপ জাম বা গোলাপ জামুন।
উপকরণঃ 
খোয়া- ১ কাপ
ঝিরিঝিরি করে কাটা পনির- ৩/৪ কাপ বা ১০০ গ্রাম
সুজি- ২ টেবিল চামচ
ময়দা- ২ টেবিল চামচ
বেকিং পাউডার-১/৪ চা চামচ
এলাচ গুঁড়ো-১/২ চা চামচ
advertisement
দুধ- ১ টেবিল চামচ
প্রণালীঃ 
প্রথমে একটি বাটিতে খোয়া ক্ষীর ভাল করে চটকে নিন। এবার তাতে  ঝিরিঝিরি করে কাটা পনির, সুজি ও  ময়দা, বেকিং পাউডার ও এলাচ গুঁড়ো ভাল করে খোয়া ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিন।
আরও পড়ুনঃ ভাইফোঁটায় চাই চটজলদি স্পেশ্যাল মেনু, এখনই যোগাযোগ করুন পঞ্চায়েত দফতরে!
এ বার বাটিতে দুধ ঢেলে ভাল করে মিশিয়ে নিন। তবে আটা মাখার মত করে মাখবেন না। এ বার এই মিশ্রণটি ২০-২৫ মিনিট ঢেকে রাখুন। চাইলে বাজার থেকে গুলাব জামুন মিক্স কিনে নিতে পারেন।
advertisement
অন্যদিকে, চিনির রস বানিয়ে নিন। মনে রাখবেন চিনি ও জল সমান পরিমাণ হতে হবে। রস বেশি ঘন চাইলে চিনির পরিমাণ বেশি দিন। চাইলে এলাচ দিতে পারেন।
৩০ মিনিট পর ছানার মিশ্রনটি থেকে ছোট ছোট আকারের বল বানিয়ে নিন। আপনার পছন্দ মত গোলাপ জামের আকারে লেচি কেটে বল বানিয়ে নিন। এরপর ঘি বা তেলে ভেজে নিন। সাদা তেল ব্যবহার করতে পারেন। ভাজার সময় মনে রাখুন বলগুলো হালকা বাদামী হয়ে গেলেই তেল থেকে তুলে, বাড়তি তেল ঝরিয়ে রসে ছেড়ে  দিন। সব কটা ভাজা হয়ে গেলে রস সমেত গোলাপ জাম ফুটিয়ে নিতে পারেন। এতে রস তাড়াতাড়ি গোলাপ জামের ভিতরে ঢুকবে।
advertisement
বালুসাই  
বালুসাই বানিয়েও খাওয়াতে পারেন ভাইকে। দেখে নিন কীভাবে বানাবেন...
উপকরণঃ
ঘি-১/৪ কাপ
বেকিং সোডা- এক চিমটে
টাটকা ঠান্ডা টক দই-১/৪ কাপ
ময়দা-২ কাপ
বেকিং সোডা-এক চিমটে
বেকিং পাউডার- ১/২ চা চামচ
কীভাবে বানাবেন ঃ 
প্রথমে একটা বাটিতে ঘি,  ঠান্ডা দই ভাল করে ফেটিয়ে নিন। দই ও ঘি ভাল ভাবে মিশে গিয়ে নরম একটা মিশ্রণ তৈরি হয় হবে। এ বার অন্য একটি পাত্রে ২ কাপ ময়দা, এক চিমটে নুন, উইকফিল্ড বা অন্য কোনও সংস্থার ভাল কোনও বেকিং পাউডার এক চিমটে এবং বেকিং সোডা মিশিয়ে নিন।
advertisement
এ বার এই ময়দার সঙ্গে ফেটিয়া রাখা মিশ্রণটি মিশিয়ে ভাল করে মেখে নিন। ময়দা মাখা অন্তত ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। ১৫ মিনিট পর মাঝারি মাপের বলের আকারে লেচি কেটে নিন। এ বার বালুসাইয়ের আকারে বেলে নিন এবং আঙুল দিয়ে মধ্যে হালকা গর্ত করে নিন। এ বার তেলে ভেজে নিয়ে গরম রসে চুবিয়ে দিলেই বালুসাই একেবারে রেডি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai Dooj 2022|| ভাইফোঁটায় বাড়িতেই বানিয়ে ফেলুন রকমারি মিষ্টি, রইল তৈরির খুঁটিনাটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement