Skin Care Tips: শীত গিয়েছে বলে তুলে রাখবেন না, গ্রীষ্মেও ত্বকে লাগাতে হবে ময়েশ্চারাইজার, কেন জানুন!

Last Updated:

Skin Care Tips: অনেকে মনে করেন, শুধু শীতকালে ত্বকের যত্নেই বুঝি ময়েশ্চারাইজার লাগে। ধারণাটা ঠিক নয়।

ত্বকের উজ্জ্বলতা কমতে থাকলে আন্দাজ করতে পারেন, শরীরে ভিটামিন বি১২-এর অভাব দেখা দিয়েছে। এই ভিটামিনের অভাবে ত্বক খারাপ হতে থাকে। এছাড়া শরীরে সারা দিন ক্লান্তি বোধ থাকবে। জিভে খাবারের কোনও স্বাদও পাবেন না। ভিটামিন বি১২ এর পরিমাণ ঠিক রাখতে স্যালমন ফিশ, রেড মিট, দই ও চিজ খান।
ত্বকের উজ্জ্বলতা কমতে থাকলে আন্দাজ করতে পারেন, শরীরে ভিটামিন বি১২-এর অভাব দেখা দিয়েছে। এই ভিটামিনের অভাবে ত্বক খারাপ হতে থাকে। এছাড়া শরীরে সারা দিন ক্লান্তি বোধ থাকবে। জিভে খাবারের কোনও স্বাদও পাবেন না। ভিটামিন বি১২ এর পরিমাণ ঠিক রাখতে স্যালমন ফিশ, রেড মিট, দই ও চিজ খান।
শুকনো চামড়া আর খরাগ্রস্ত জমি, দু’টোর কোনওটাই মানুষ চায় না। ত্বক ফেটে গেলে ঠিক খরাগ্রস্ত জমির মতোই দেখতে লাগে। কোনও সাজগোজই শুকনো চামড়ার উপর মানায় না। সুতরাং প্রথমে ত্বককে ঠিক করতে হবে। আর এজন্য চাই ময়েশ্চারাইজার। অনেকে মনে করেন, শুধু শীতকালে ত্বকের যত্নেই বুঝি ময়েশ্চারাইজার লাগে। ধারণাটা ঠিক নয়। শুধু শীত নয়, গ্রীষ্মেও এটা চাই। কেন?
আরও পড়ুন - No Ball Controversy: নিজেকে বলি দিয়ে ‘এভাবে’ অধিনায়ককে ঋষভ পন্থকে বাঁচিয়েছিলেন প্রবীন আমরে
১। ত্বক থেকে সারা বছরই এক ধরনের প্রাকৃতিক তেল বের হয়। গ্রীষ্মে কড়া রোদের কারণে সেই তেল শুকিয়ে যায়। এর ফলে সিবাম উৎপাদন বেড়ে যায়, যা তেলতেলে ত্বকের হাল বেহাল করে ছাড়ে। যাদের এমনিতেই শুষ্ক ত্বক, গ্রীষ্মে তাঁদের ত্বক আরও শুকনো হয়ে যায়।
advertisement
২। অনেকেই দিনে ১০ থেকে ১২ ঘণ্টা এসি ঘরে বা অফিসে কাটান। এটা আরও খারাপ। ত্বককে আরও শুষ্ক করে তোলে। এর পিছনে কৃত্রিম ডিইউমিউফাইড বায়ু বড় ভূমিকা রয়েছে।
advertisement
৩। গ্রীষ্মে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। ক্রমাগত ঘাম তো হয়ই। অনেক সময় জল কম খাওয়া হয়। এর ফলে শরীর ডিহাইড্রেটেড হয়। ত্বক শুষ্ক ও রুক্ষ দেখায়। ঘামের ফলে হারিয়ে যাওয়া এই আর্দ্রতা ফিরে পেতে সাহায্য করে ময়েশ্চারাইজার। তবে পরিমাণ মতো জল খেতে ভুললে চলবে না। প্রিয় ফলের রসও খাওয়া যায়।
advertisement
৪। গ্রীষ্মে অনেকেরই দীর্ঘক্ষণ শাওয়ারের নিচে থাকার অভ্যাস। অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা সুইমিং পুলে কাটান। এটাও ক্ষতিকর। পুলের ক্লোরিন থেকে ত্বককে রক্ষা করা উচিত। কড়া রোদের মতো এটাও ত্বকের প্রাকৃতিক তেলের গ্রন্থির ক্ষতি করে।
৫। কড়া রোদে দীর্ঘক্ষণ থাকলে ত্বকে বলিরেখা দেখা দেয়। এ থেকে বাঁচাতে পারে একমাত্র ময়েশ্চারাইজার। এটা বিভিন্ন ফ্যাট জাতীয় পদার্থ দিয়ে ত্বকে একটা প্রাচীর গড়ে তুলে। শরীরের ভেতরের জল ও গ্লিসারলকে ত্বকের এপিডারমিস স্তরে আনতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের জলধারণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়।
advertisement
তবে মনে রাখতে হবে ময়েশ্চারাইজার যতক্ষণ ত্বকের সঙ্গে থাকে, তত ক্ষণ পর্যন্ত কাজ করে। তাই বার বার লাগাতে হবে। পেট্রলাটাম পদার্থ দ্বারা যে ময়েশ্চারাইজার তৈরি হয়, সেটা সবচেয়ে ভাল। এটা ব্যবহার করলে মুখে ব্রন হওয়ার সম্ভাবনা থাকে না। অ্যালার্জিও কম হয়। এটির একটি তৈলাক্ত ভাব থাকে। এর সঙ্গে অন্য পদার্থ মিশিয়ে ভাল ময়েশ্চারাইজার তৈরি করা হয়। মিনারেল অয়েল আরেকটি বহুল ব্যবহৃত ময়েশ্চারাইজার। এটা ব্যবহার করলে ত্বকের শুষ্ক ভাব দ্রুত কমে যায়। ল্যানোলিন ভেড়ার সিবাম থেকে তৈরি হয়। অনেকেরই এটি সহ্য হয় না। অ্যালার্জির পরিমাণও খুব বেড়ে যায়। এখন অবশ্য ল্যানোলিন পরিশ্রুত রূপে ব্যবহার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care Tips: শীত গিয়েছে বলে তুলে রাখবেন না, গ্রীষ্মেও ত্বকে লাগাতে হবে ময়েশ্চারাইজার, কেন জানুন!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement