Healthy Lifestyle || সঙ্গে থাকুক মাত্র দুটি খেজুর! শীতের দিনে কাজ হবে তড়তড়িয়ে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুষ্টিতে ভরপুর এই ফল শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এ-ছাড়াও খেজুরের নানা উপকারিতা রয়েছে!
দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। তবে এই মরশুমে খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কারণ পুষ্টিতে ভরপুর এই ফল শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এ-ছাড়াও খেজুরের নানা উপকারিতা রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভাল। তবে অতিরিক্ত মিষ্টির জন্য এই ফল বেশি খাওয়া উচিত নয়।
বলা হয়, প্রতিদিন ২টি করে খেজুর খেলে তা স্বাস্থ্যের পক্ষে ভাল। আর যাঁরা মিষ্টি ভালোবাসেন, তাঁদের জন্য তো এটা দুর্দান্ত। তবে এটা তো ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে। তাই এতে ক্যালোরির পরিমাণ টাটকা ফলের তুলনায় বেশি। আর খেজুরের ক্যালোরির অধিকাংশটাই আসে কার্বোহাইড্রেট থেকে। আর বাকি খুব অল্প পরিমাণে প্রোটিন থাকে। ক্যালোরিতে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও খেজুরে ফাইবার ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল রয়েছে।
advertisement
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
খেজুরে থাকে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অনেক রোগের হাত থেকে বাঁচায়। খেজুর ফাইটোনিউট্রিয়েন্টসের মতো উদ্ভিজ্জ উপাদানগুলির একটি দুর্দান্ত উৎস। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, এই ধরনের উপাদানগুলি ইমিউন সিস্টেমকে মজবুত করতে সাহায্য করে। এর পাশাপাশি ডিএনএ ড্যামেজ প্রতিরোধেও সাহায্য করে খেজুর।
advertisement
advertisement
পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি:
খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর ফাইবার পরিপাকতন্ত্রের জন্য ভাল। মলত্যাগ যাতে নিয়মিত ভাল ভাবে হয়, তার জন্য ফাইবার খুবই ভাল। আবার ওয়ার্ক-আউটের কিছুক্ষণ আগে খেজুর খেলে তা দেহকে শক্তি জোগাবে এবং ফাইবারের কারণে পেটও অনেকক্ষণ ভর্তি থাকে।
advertisement
মস্তিষ্কের স্বাস্থ্যর উন্নতিসাধন:
খেজুর খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। আবার খেজুর খেলে স্মৃতিশক্তিও ভাল হয়। এছাড়া প্রদাহ কমাতে এবং মস্তিষ্কে প্লাক জমা হওয়া প্রতিরোধ করতেও সহায়তা করে খেজুর। অ্যালজাইমার্স রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকী চোখের সমস্যাও কমায় খেজুর।
মানসিক চাপ কমাতে সাহায্য করে:
খেজুর ম্যাগনেসিয়ামেরও দারুন উৎস। গবেষণায় দেখা গিয়েছে যে, নিয়মিত খেজুর খেলে উদ্বেগজনিত সমস্যাগুলি কমে এবং স্মৃতিশক্তিও উন্নত হয়।
advertisement
ডায়াবেটিস রোগীদের জন্য ভাল:
ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর অন্যতম নিরাপদ বিকল্প হিসেবে কাজ করে। গবেষণায় আরও দেখা গিয়েছে যে, খেজুর আমাদের শরীরে রক্তে শর্করার শোষণ কমাতে পারে। এটি ওজন নিয়ন্ত্রণে খুবই উপকারী এবং ডায়াবেটিসেরও ঝুঁকি কমাতে সাহায্য করে।
কখন খেজুর খাওয়া উচিত নয়?
যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁদের খাওয়ার পর খেজুর এড়িয়ে চলাই ভাল। এর কারণ এতে উচ্চ পরিমাণে ফাইবার থাকে এবং এটি হজমে ব্যাঘাতও ঘটায়।
advertisement
কেউ যদি কোনও রোগে ভুগে থাকেন, তা-হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেজুর ডায়েটে যোগ করা উচিত।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Location :
First Published :
November 25, 2022 1:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle || সঙ্গে থাকুক মাত্র দুটি খেজুর! শীতের দিনে কাজ হবে তড়তড়িয়ে