Kriti Sanon: বয়স আটকে থাকবে ১৮-তেই! ‘পরম সুন্দরী’ কৃতি শ্যানন ফাঁস করলেন তাঁর ফেস প্যাকের রেসিপি

Last Updated:

কৃতি জানিয়েছেন যে তাঁর উজ্বল ত্বকের রহস্য লুকিয়ে আছে হোমমেড বা বাড়িতে তৈরি ফেসপ্যাকে।

#মুম্বই: বলিউডে দুই ধরনের সুন্দরী আছেন। এক হল দশ পরত মেক আপ দেওয়া প্লাস্টিক সুন্দরী আর এক হল যথাসম্ভব কম বা নো মেক আপের স্বাভাবিক সুন্দরী। বলা বাহুল্য কৃতি শ্যানন (Kriti Sanon) এই দ্বিতীয় দলে পড়েন। মেধাবী কৃতি যেমন অভিনয় জগতে তাঁর স্বাক্ষর রেখেছেন, ঠিক তেমনই তাঁর ছিপছিপে ফিগার আর উজ্জ্বল ত্বকও ঈর্ষা করার মতো!
সম্প্রতি Netflix-এ মুক্তি পেয়েছে কৃতির ছবি মিমি (Mimi)। সেখানে এক গর্ভবতী মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে বাস্তব জীবনে না কি মা হওয়ার কথা ভাবলেই তিনি ভয়ে কাঠ হয়ে যান। তখন আদৌ তিনি কী করবেন সেটা জানেন না কৃতি। অভিনেত্রী বলেন যে ছবিতে সন্তানের জন্ম দেওয়ার দৃশ্যটি সব চেয়ে কঠিন ছিল তাঁর পক্ষে। দৃশ্যটি ফুটিয়ে তোলার সময় খুব নার্ভাস ছিলেন তিনি। চরিত্র ফুটিয়ে তোলার জন্য YouTube-এ সন্তানের জন্ম দেওয়ার অনেক ভিডিও দেখেছেন কৃতি।
advertisement
জাতীয় পুরষ্কার জয়ী একটি মরাঠি ছবির রিমেক হচ্ছে মিমি। মিমি ছাড়াও ভেড়িয়া (Bhediya), বচ্চন পাণ্ডে (Bachchan Pandey) আর আদিপুরুষেও (Adipurish) কাজ করছেন কৃতি। এছাড়াও কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) বিপরীতে শেহজাদা (Shehzaada) ছবিতেও দেখা যাবে তাঁকে। লুকা ছুপির (Luka Chuppi) পরে এটা কার্তিক আর কৃতির দ্বিতীয় ছবি হবে।
advertisement
কৃতি জানিয়েছেন যে তাঁর উজ্বল ত্বকের রহস্য লুকিয়ে আছে হোমমেড বা বাড়িতে তৈরি ফেসপ্যাকে। মনে হতেই পারে একজন নায়িকা যখন কোনও ফেসপ্যাকের কথা বলছেন তখন সেটা হয় তৈরি করা খুব জটিল হবে, নয় তো এর পিছনে বিস্তর খরচ আছে। তবে কৃতির উপর ভরসা রাখা যায়। তিনি যে প্যাকের কথা বলছেন সেটা বাড়িতে তৈরি করা খুব সোজা।
advertisement
কৃতির বলে দেওয়া ম্যাজিক ফেসপ্যাক:
উপাদান-
দুই টেবিল-চামচ বেসন
এক টেবিল-চামচ ডাল
একটু হলুদ
আমন্ড বাদাম
দুই টেবিল চামচ ক্রিম বা মালাই
কী ভাবে তৈরি করতে হবে-
সমস্ত উপাদান একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নিতে হবে। তার পর এই প্যাক মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kriti Sanon: বয়স আটকে থাকবে ১৮-তেই! ‘পরম সুন্দরী’ কৃতি শ্যানন ফাঁস করলেন তাঁর ফেস প্যাকের রেসিপি
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement