পুজোয় এবার ‘হট ট্রেন্ড’ - Nail Art

Last Updated:

স্কিন ট্রিটমেন্ট,ম্যানিকিওর,পেডিকিওর তো চলছেই, তার সঙ্গে একটা দুর্দান্ত আর্ট হলে কেমন হয় ?

#কলকাতা:  পুজোয় নিজেকে হট এবং হ্যাপেনিং করে তুলতে কে না চায় ! পুজোর কটা দিন তিলোত্তমা হয়ে উঠতেই তো অনেক দিন আগের থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি ৷ নিজেকে ঘষেমেজে নেওয়ার আদর্শ সময় তো এটাই ! তা কী প্রস্তুতি নিচ্ছেন এবার ? কেতদুরস্ত নিউ হেয়ার কাট,স্কিন ট্রিটমেন্ট,ম্যানিকিওর,পেডিকিওর তো চলছেই, তার সঙ্গে একটা দুর্দান্ত আর্ট হলে কেমন হয় ? পুজোয় এবার নিজের নখগুলিকেও বিভিন্ন ডিজাইনে সাজিয়ে তুলুন ৷
নেল আর্টের চল কলকাতায় এসেছে খুব বেশি বছর হয়নি ৷ গত পাঁচ-ছ’বছর ধরেই  নখের এই শিল্পের ট্রেন্ড চলছে এখানে ৷ প্রধানত দু’ধরণের নেল আর্ট হয় , সাধারণ নেল আর্ট এবং অন্যটি হল ‘পারমানেন্ট’ ৷ সবার নখের গ্রোথ একইরকম হয় না ৷ তাই পারমানেন্ট নেল আর্টের জন্য সেভাবেই এক্সটেনশন লাগিয়ে নখের মধ্যে ডিজাইন করা হয় ৷ আর সেই ডিজাইন দেওয়া হবে আপনার পছন্দমতোই ৷ নিউটাউনের পার্পল ব্লেজ সালনের কর্ণধার Tulika Kumar বলেন,
নেল আর্ট এখন ট্রেন্ড ৷ ফেস্টিভ সিজন শুরু হয়ে গিয়েছে ৷ নেল আর্ট নিয়ে ইয়ং জেনারেশনের মধ্যে চাহিদা অনেক বেশি ৷ যাদের নিজের নখ বড়, তাদের ক্ষেত্রে এক্সটেনশনের প্রয়োজন পড়ে না ৷ কিন্তু পারমানেন্ট নেল আর্ট অনেকটা পারমানেন্ট হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিংয়ের মতোই ৷ অর্থাৎ নেল আর্টের পরেও নখের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন ৷ নখ বাড়ার সঙ্গে সঙ্গে ছ’মাস পর এক্সটেনশন বদল করতে হয় ৷ হলোগ্রাফিক এবং লেজারকম্ব এই দুই ধরণের নেল আর্টই এখন ‘ইন’ ৷  আর নখের উপর দুর্দান্ত এই কারুকার্যর জন্য  খরচও খুব বেশি নয় ৷ ১২০০ থেকে ২৫০০-র মধ্যেই এক্সটেনশন সমেত দুর্দান্ত ডিজাইনের নেল আর্ট সম্ভব ৷
advertisement
Purple Blaze Salon-Newtown
advertisement
তবে শুধু নেল আর্টই নয় ৷ নিউটাউনের ইউনিওয়ার্ল্ড সিটির পার্পল ব্লেজ সালনের বিশেষত্বই হল এখানে বিশুদ্ধ RO Water ব্যবহার করা হয় শ্যাম্পুর সময় ৷ এতে চুল ঝরাও অনেকাংশেই কমে ৷ রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা বডি স্পা-র ব্যবস্থাও ৷ তাই দুর্দান্ত নেল আর্টের পাশাপাশি ওয়েলনেস স্পা-র নতুন ঠিকানা এখন নিউটাউনের ইউনিওয়ার্ল্ড সিটি-র এই সালন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় এবার ‘হট ট্রেন্ড’ - Nail Art
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement