Beauty Tips : ত্বকের যত্নে ভরসা রাখুন মেথির ম্যাজিকে! ভোল পাল্টে ত্বক হবে উজ্জ্বল...

Last Updated:

মেথির দানা দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মেথি ফেস ক্রিম। এর অন্যান্য উপাদানও রান্নাঘরেই মজুদ আছে।

মেথির ছোট্ট ছোট্ট দানা যে শুধু রান্নার কাজে লাগে তা নয়। স্বাস্থ্যরক্ষাতেও এর ভূমিকা আছে। এমনিতে চুলের যত্নে আর পেটের সমস্যায় মেথি ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানেন না যে ত্বকের যত্নেও মেথি ব্যবহার করা যায়। বিশেষ করে যদি ত্বকে ব্রনর সমস্যা থাকে বা মুখে কোনও দাগছোপ থাকে সেটা দূর করে দিতে পারে মেথি। রাসায়নিক যুক্ত যে কোনও ক্ষতিকর প্রসাধনীর চেয়ে মেথি অনেক দ্রুত কাজ করে ত্বকে। মেথি টোনার হিসাবেও খুব ভালো কাজে দেয়। সারা রাত মেথি ভিজিয়ে রেখে সেই জল স্প্রে বোতলে পুরে টোনার হিসাবে ব্যবহার করা যায়।
মেথির দানা দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মেথি ফেস ক্রিম। এর অন্যান্য উপাদানও রান্নাঘরেই মজুদ আছে। মেথির দানা ছাড়াও এই ফেস ক্রিম ব্যবহার করতে দরকার হবে হলুদ আর অ্যালোভেরা জেল।
কী ভাবে তৈরি করবেন মেথির ফেসক্রিম
প্রথমে মিক্সারে মেথির দানা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এক কাপ জলে এই পাউডার অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত মিশ্রণের মধ্যে এক চিমটে হলুদ দিতে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে দিতে হবে। এবার এই মিশ্রণ ছেঁকে নিয়ে ঠাণ্ডা করতে দিতে হবে। এর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে ফ্রিজে ঠাণ্ডা করতে দিতে হবে।
advertisement
advertisement
কী উপকার পাওয়া যাবে এই ক্রিম থেকে
মেথির মস্ত বড় গুণ হল এর মধ্যে জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে। এছাড়াও মেথি ভিটামিন সি আর ভিটামিন এ’র প্রাচুর্যে সমৃদ্ধ। বাড়িতে তৈরি মেথির এই ফেস ক্রিম ব্যবহার করলে মুখের মধ্যে দাগ, অ্যাকনে, ট্যান বা রোদে পোড়া দাগ এবং অন্যান্য ক্ষতর দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, টানটান, মসৃণ ও দাগছোপহীন হবে। তাছাড়া মেথি ত্বকে আর্দ্রতাও যোগান দেয়। তাই যাঁদের ত্বক শুষ্ক তাঁদের জন্য এই ফেস ক্রিম খুব কার্যকরী হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips : ত্বকের যত্নে ভরসা রাখুন মেথির ম্যাজিকে! ভোল পাল্টে ত্বক হবে উজ্জ্বল...
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement