বর্ষায় খুব চুল পড়ছে? আপনার সমস্যার সমাধান রইল

Last Updated:

চুলের জন্য একটু সময় রাখলেই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ৷ আসুন, দেখে নিই বর্ষায় চুলের যত্ন কীভাবে নেবেন ৷

‘এ বার ন্যাড়া হয়ে যাব’! বর্ষাকাল এলে এই কথাটা বোধহয় কমবেশি সব ভারতীয় মহিলার মুখেই শোনা যায় ৷ অতিরিক্ত আর্দ্রতার জন্য এই সময় চুল পড়ার হার অত্যন্ত বেড়ে যায় ৷ কিন্তু অভিযোগ না করে চুলের জন্য একটু সময় রাখলেই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ৷ আসুন, দেখে নিই বর্ষায় চুলের যত্ন কীভাবে নেবেন ৷
# সামান্য নারকেল তেল গরম করুন ৷ তাতে মেশান মেথি ৷ এ বার ওই মিশ্রণ ঠান্ডা করে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন রাতভর ৷ সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন ৷
# বৃষ্টিতে ভিজলে চুল ভাল করে শ্যাম্পু করে ধুতেই হবে ৷ বৃষ্টির জলে ক্ষতিকর রাসায়নিক চুলে্র ক্ষতি করে ৷ চুল ভঙ্গুর ও চটচটে হয়ে যায়৷ ফলে সহজেই জট পড়ে ৷
advertisement
advertisement
# বর্ষাকালে চুল শোকানও একটা কঠিন পর্ব ৷ কিন্তু তাও চেষ্টা করবেন ড্রায়ার ব্যবহার না করে স্বাভাবিকভাবে চুল শুকিয়ে নিতে ৷ নরম তোয়ালে দিয়ে ধীরে ধীরে চুল মুছে নিন ৷
# কোনও উপকরণ না মিশিয়ে শুধু নারকেল তেল গরম করেও স্ক্যাল্পে মালিশ করতে পারেন ৷ স্নানের আগে দু ঘণ্টা রেখে তার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন ৷
advertisement
# ভিজে চুল কখনওই বাঁধবেন না ৷ এর ফলে চুলের গোড়া দুর্বল ও সহজেই ভঙ্গুর হয়ে যায় ৷
# বর্ষাকালে মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন ৷ সপ্তাহে দুবার করে শ্যাম্পু করতে ভুলবেন না ৷
# আপনি কী খাচ্ছেন, তার উপরও চুলের স্বাস্থ্যও নির্ভর করে ৷ বর্ষাকালে সাধারণত জলতেষ্টা গরমকালে তুলনায় কম পায় ৷ তাও রোজ আট গ্লাস করে জল খেতে ভুলবেন না ৷ এ ছাড়া ডায়েটে রাখুন সবুজ শাকসব্জি, বাদাম, ডিম, গোটা দানাশস্য, গাজর, বিনস এবং অঙ্কুরিত দানাশস্য ৷ কারণ এগুলি প্রোটিন, ভিটামিন ই, পটাসিয়াম এবং আয়রনে সমৃদ্ধ ৷ বৃষ্টিভেজা দিনে মুখরোচক হলেও তেলেভাজা খাওয়ার পরিমাণ কমাতে হবে ৷
advertisement
এই নিয়মগুলি মেনে দেখুন ৷ বর্ষায় কেশরাশি থাকবে মাথাতেই ৷  খাবারের থালা বা ঘরের মেঝেতে নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বর্ষায় খুব চুল পড়ছে? আপনার সমস্যার সমাধান রইল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement