সাবধান! শ্যাম্পু কেনার সময়ে এই ৫ ভুল করলেই চুলের দফারফা হতে দেরি হবে না!

Last Updated:

সময় এসেছে এখনই সাবধান হওয়ার; শ্যাম্পু কেনার সময় এবারে আমাদের বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে।

#কলকাতা: উজ্জ্বল আর রেশমের মতো নরম চুল যে কোনও মেয়ের কাছে গৌরবের। চুল পড়া নিয়ে জনসমক্ষে কেউ কোনও মন্তব্য করলে সেটা মানসিক চাপ তৈরি করবে- এটাই স্বাভাবিক। চুল পড়ার জন্য দায়ী হতে পারে চুলে ব্যবহৃত নানা প্রসাধনী। কারণ অনেকেই না জেনে না বুঝে ভুল প্রোডাক্ট কিনে নিয়ে আসেন।
সম্প্রতি একটি একটি সার্ভে অনুসারে, ১০,০০০ এরও বেশি চুল পড়ার সমস্যায় আক্রান্ত ব্যক্তি চুলের সঙ্গে সম্পর্কিত পণ্য নির্বাচন করার সময়ে ভুল করার কথা স্বীকার করেছেন।
তাই সময় এসেছে এখনই সাবধান হওয়ার; শ্যাম্পু কেনার সময় এবারে আমাদের বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে।
advertisement
১) সোডিয়াম লরিল সালফেট (এসএলএস), অ্যামোনিয়াম লরিল সালফেট (এএলএস) সহ শ্যাম্পু
অ্যানিওনিক সালফেটযুক্ত শ্যাম্পুগুলি, যেমন এসএলএস এবং এএলএস চুলে জট পাকিয়ে দেয়। তাছাড়া এটি এমন একটি শক্তিশালী ক্লিনজার যা চুলের কিউটিকল স্তরকে ক্ষয় করে চুলকে শুষ্ক করে দেয় এবং চুলের ডগা ফাটিয়ে দেয়।
advertisement
২) একাধিক উপাদান যুক্ত ভেষজ শ্যাম্পু
জৈব এবং ভেষজ উপাদান H+ আয়ন সমৃদ্ধ হয় যা স্কাল্পের পিএইচের ভারসাম্য নষ্ট করে দেয়। স্কাল্পের আদর্শ পিএইচ থাকবে 4.5-5.5 এর মধ্যে। যে কোনও প্রোডাক্টে অতিরিক্ত উপাদান থাকা মানেই যে সেটা খুব ভালো তা কিন্তু নয়। উল্টে এরকম প্রোডাক্ট এড়িয়ে চলাই মঙ্গল।
৩) অ্যাব্রেসিভের ব্যবহার
অ্যাব্রেসিভ দেওয়া শ্যাম্পু ব্যবহার করা অবশ্যই একটি বড় সমস্যা। চুল থেকে চর্বি বা চিটচিটে কোনও কিছু তোলার জন্য অ্যাব্রেসিভ ব্যবহার হয় এটা সত্যি। কিন্তু অ্যাব্রেসিভ চুলের কিউটিকল নষ্ট করে দেয়, ফলে চুল পুষ্টি শোষণ করার জন্য দুর্বল হয়ে পড়ে।
advertisement
৪) ঠিক ভাবে চুল না ধোয়া
শ্যাম্পু করার সময় যে সব চেয়ে সাধারণ ভুলটি করা হয় তা হল হালকা ভাবে না ঘষে নোংরা কাপড়ের মতো চুল ঘষা। চুল ভেজালে এমনিতেই সংবেদনশীল এবং ৫ গুণ বেশি ভঙ্গুর হয়ে যায়। তাই শ্যাম্পু করার সময়ে সতর্ক থাকতে হবে।
৫) চুলের প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু না কেনা
প্রত্যেক শ্যাম্পুতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলের জন্য দরকারি না-ও হতে পারে। শ্যাম্পু কেনার আগে তাতে কত শতাংশ কেরাটিন, সিলিকন, গ্লিসারিন ও তেল আছে সেটা দেখে নিতে হবে। চুল কোঁকড়া ও ঢেউ খেলানো হলে এই সব উপাদান বেশি থাকতে হবে। আবার সোজা চুলের ক্ষেত্রে এই সব উপাদান এতটাও লাগবে না। যাঁর সোজা চুল তিনি যদি এই সব উপাদান অতিরিক্ত মাত্রায় নিজের চুলে দেন তাহলে চুল তেলতেলে ও দুর্বল হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাবধান! শ্যাম্পু কেনার সময়ে এই ৫ ভুল করলেই চুলের দফারফা হতে দেরি হবে না!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement