শীতে জেল্লাদার ত্বক চাই ? রইল কিছু টিপস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
শীতকাল মানেই ত্বকের যত্ন নেওয়া বিশেষভাবে প্রয়োজন ৷
শীতকাল মানেই ত্বকের যত্ন নেওয়া বিশেষভাবে প্রয়োজন ৷ তৈলাক্ত ত্বকও এই সময় শুষ্ক হয়ে যায়। আর ত্বক যদি শুষ্ক হয়ে যায় তার জেল্লা চলে যায়। তাই গোটা শীত জুড়েই ত্বকের যত্ন নেওয়া উচিৎ। হাতের কাছে রাখুন কয়েকটি টিপস।
১. দীর্ঘ ক্ষণ এসি-তে বসে কাজ করেন ? তা হলে সময় করে অন্তত ২-৩ বার মুখ ধুয়ে নিন।
২. আপনার ত্বক কেমন আগে তা বুঝে নিন। সেই মতো যত্ন নিন ৷
advertisement
৩. মুখের চামড়া নরম হয়। স্ক্রাব দিয়ে বেশি না ঘষাই উচিৎ।
৪. সানস্ক্রিন লাগানোর সময় তাতে এক ফোঁটা জল মিশিয়ে নিন। এতে ঘাম হবে না। আবার জল এমনিতেই ময়শ্চারাইজার। তাই উপকার পাবেন।
advertisement
৫. শুধু সানস্ক্রিনই নয়, মুখে যে ক্রিমই ব্যবহার করুন না কেন, তাতে একটু জল মিশিয়ে নেবেন। ত্বক নরম থাকবে।
৬. কসমেটিকস ব্যবহারের ক্ষেত্রে কিছু কথা মাথায় রাখবেন। সে সবের উপাদান ১০০ শতাংশ হার্বাল হলেই ভাল।
৭. যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা চারকোল এবং পার্ল ফেসওয়াশ ব্যবহার করুন। এতে তৈলাক্তভাব কিছুটা হলেও কমে।
advertisement
৮. সময় পেলে ঘরোয়া টোটকাও ট্রাই করে দেখতে পারেন। যেমন, ত্বক শুষ্ক হলে পাকা পেঁপে, ৩-৪ চিমটে কফি ও গুঁড়ো দুধের প্যাক তৈরি করে মুখে লাগান। পাকা কলা ও মধুর প্যাকও শুষ্ক ত্বকের জন্য ভাল। অলিভ অয়েল ও মধুর প্যাকও শুষ্ক ত্বকে কাজ দেয়। তৈলাক্ত ত্বক হলে আদার রস, মধু, লেবু এবং চালের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে লাগান।
advertisement
৯. তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা বেশি। নিয়ম করে চিরতার জল খেলে তা অনেকটাই কমে।
মডেল: সুস্মিতা সেনগুপ্ত ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2020 12:53 PM IST