• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ব্রাইট রেড, অরেঞ্জ, পিঙ্ক...পুজোয় ঠোঁট মাতাবে এগুলোই

ব্রাইট রেড, অরেঞ্জ, পিঙ্ক...পুজোয় ঠোঁট মাতাবে এগুলোই

photo: collected

photo: collected

 • Share this:
  #কলকাতা: স্মোকি আইজ আর ন্যুড লিপস, বহু বছর ট্রেন্ড করে এই ফ্যাশন এবার একটু বিশ্রামে৷ফিরে এসেছে উজ্জ্বল ঠোঁটের ফ্যাশন৷ অর্থাত্, আই মেকআপ নয়, এবার পুজো মাতাবে ব্রাইট, ম্যাট লিপস্টিকের ফ্যাশন৷ উজ্জ্বল রঙের লিপস্টিকের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে লাল, কমলা আর গোলাপির চাহিদা৷ পোশাক আর স্কিনটোনের সঙ্গে মিলিয়ে এই তিন রঙের কোনও শেড৷ আর তাতেই কেল্লাফতে৷ photo: collected photo: collected লাল: যদি লাল লিপস্টিক লাগাতে চান তাহলে আপনার গায়ের রং ফর্সা হলে গোলাপি লাল শেড বেছে নিন, যদি স্কিনটোন মাঝারি হয় তাহলে কমলা লাল বা ব্লাড রেড আপনার জন্য আদর্শ৷ আর গায়ের রং যদি গাঢ় হয় তাহলে যেকোনও গাঢ় লাল রঙের লিপস্টিকে হয়ে উঠবেন ফ্যাশনিস্তা৷ আরও পড়ুন: সুস্থ থাকতে রোজ খান এই ফল ! পিঙ্ক: যদি পিঙ্ক লিপস্টিকে সাজতে চান তাহলে স্কিনটোন ফর্সা হলে মভ, ক্যান্ডি বা বাবলগাম পিঙ্কের মতো ব্লু আন্ডারটোনের কোনও লিপস্টিক বেছে নিতে পারেন৷ মিডিয়াম কপ্লেক্সনে বেরি, ক্যারামেল বা ওয়াইন পিঙ্ক ভাল লাগবে৷ আর যদি গায়ের রং ডার্ক হয় তাহলে রেড বা পার্পল আন্ডানটোনের শেড যেমন স্ট্রবেরি বা ফুশিয়া পিঙ্ক আপনার জন্য আদর্শ৷ photo: collected photo: collected অরেঞ্জ:  যদি গায়ের রং ফর্সা হয় তাহলে পিচ বা কোরালের মতো অরেঞ্জ শেড বেছে নিতে পারেন চোখ বুজে ৷ মাঝারি বা ডাস্কি গায়ের রং যাদের তাদের ব্রঞ্জ, কপার শেড ভাল মানায় ৷  
  First published: