ত্বকের যত্নে কেমিক্যাল নয়, একটা ঘরোয়া উপাদানেই রয়েছে সমাধান
Last Updated:
সুন্দর হতে কে না চায়? তাই ত্বকের পরিচর্য়াও চলে নিয়ম মেনে ৷ ত্রিম থেকে লোশন, টোনার থেকে স্ক্রাবার হাজার জিনিস কিনতে কিনতে ড্রেসিং টেবলের তাক উপচে ওঠে ৷
#কলকাতা: সুন্দর হতে কে না চায়? তাই ত্বকের পরিচর্য়াও চলে নিয়ম মেনে ৷ ক্রিম থেকে লোশন, টোনার থেকে স্ক্রাবার হাজার জিনিস কিনতে কিনতে ড্রেসিং টেবলের তাক উপচে ওঠে ৷ কিন্তু তার পরেও যেন ঠিক মনের মতো হয় না ৷ এ দিকে হাতের কাছেই রয়েছে সহজ সমাধান ৷ কেমিক্যালের ক্ষতিও নেই, আবার দামও পকেটের আয়ত্তে ৷ কথা হচ্ছে মুলতানি মাটি নিয়ে ৷ ত্বকের যে কোনও সমস্যায় মুলতানি মাটির জুড়ি মেলা ভার ৷ দেখে নিন কী কী কাজে ব্যবহার করবেন এই মাটি ৷
advertisement
• পিম্পল বা অ্যাকনে সারাতে সাহায্য করে এই মাটি ৷
• তৈলাক্ত ত্বকের জন্য খুব ভাল কাজ করে মুলতানি মাটি ৷ ত্বকের অতিরিক্ত তেল সরিয়ে ত্বককে ফ্রেশ রাখে ৷
• স্ক্রাবার হিসাবে মুলতানি মাটি ব্যবহার করুন ৷ ত্বকের রোম কূপে আটকে থাকা ধুলো ময়লা পরিষ্কার করে এই মাটি ৷
advertisement
• সানবার্ন, স্কিন র্যাশের মতো সমস্যায় ভাল কাজ করে এটি ৷
• ত্বকে রক্ত চলাচল ভাল করে ৷
• ব্ল্যাকহেডসের সমস্যা সমাধান করে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2018 4:37 PM IST