টানটান ত্বক পেতে চান? বেছে নিন চালের গুঁড়োর কয়েকটি প্যাক
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
এতে ত্বক যেমন হবে বলিরেখাহীন টানটান, তেমনি দূর হবে ত্বকের শুষ্কতা ও মৃত চামড়া
#কলকাতা: চালের গুঁড়োর তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। এতে ত্বক যেমন হবে বলিরেখাহীন টানটান, তেমনি দূর হবে ত্বকের শুষ্কতা ও মৃত কোষ।
চালের গুঁড়ো, দুধের সর ও হলুদ
হলুদে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও দুধের সর ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে। ১ চা চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চা চামচ দুধের এবং ১ চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
চালের গুঁড়ো ও ঠাণ্ডা দুধ
চালের গুঁড়োর সঙ্গে ঠাণ্ডা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে চাল ধোয়া জল দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। সপ্তাহে একবার ব্যবহার করলে ধীরে ধীরে উজ্জ্বল হবে ত্বক।
advertisement
advertisement
চালের গুঁড়ো, ডিম ও গ্লিসারিন
১ চা চামচ চালের গুঁড়োর সঙ্গে একটি ডিমের সাদা অংশ এবং দুই থেকে তিন ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। ২০ মিনিট মুখে পেস্টটি লাগিয়ে রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁরা এই পেস্টটি সপ্তাহে দুইবার লাগান। ত্বক হবে তেলমুক্ত ও উজ্জ্বল।
চালের গুঁড়ো, ক্যাস্টর অয়েল, কলা
চালের গুঁড়োর সঙ্গে পাকা কলা ও কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি ডার্ক সার্কেল দূর করবে। চোখের আশেপাশের ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
advertisement
চালের গুঁড়ো ও জাফরান
চালের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো দুধ ও কয়েকটি জাফরান মিশিয়ে ত্বকে লাগান। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে। পাশাপাশি দূর হবে ত্বকে জমে থাকা মৃত কোষ।
চালের গুঁড়ো, মধু ও টক দই
এই তিন উপাদান একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসার পাশাপাশি টানটান হবে ত্বক।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2021 11:40 PM IST