Bangla Gaan: রেকর্ডিয়ের ৪ দিন আগেই...! হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া সেই গানই এবার বর্ধমানের শিল্পীর গলায়

Last Updated:

কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান বর্ধমানের শিল্পীর গলায়। কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান গাইলেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত।

+
স্বপন

স্বপন দত্ত 

পূর্ব বর্ধমান: কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান বর্ধমানের শিল্পীর গলায়। কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান গাইলেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত।
পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা স্বপন দত্ত, তবে তিনি বর্তমানে বর্ধমান শহরের গোলাহাট এলাকায় বসবাস করেন। একেবারে জরাজীর্ণ আগাছায় ভরা তাঁর মাটির বাড়ি। আর সেই বাড়ির মধ্যেই একটা ছোট্ট ঘরে বসে তিনি চালিয়ে যান বাউল চর্চা। দীর্ঘ বহু বছর ধরে তিনি এই বাউল গানের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তবে গান গাওয়ার পাশাপাশি তিনি ভাল তবলা বাজাতে পারেন, গান লিখতে পারেন এছাড়াও আরও বেশ কিছু প্রতিভা রয়েছে। শিল্পী হিসেবে তিনি আকাশবাণীতে একাধিক অনুষ্ঠানও করেছেন।
advertisement
advertisement
আর এই আকাশবাণীতে অনুষ্ঠান করার সুবাদে কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্তের। পরবর্তীতে একটি আধুনিক গান নিজে লিখে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। স্বপন দত্ত বলেন, “হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে আমার একটা গান গাওয়ানোর বড় ইচ্ছা ছিল। কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি। জীবনের শেষ সময়ে যে বছর তিনি মারা যান সেই বছরই ওঁর সঙ্গে আমার আলাপ হয়। আমার লেখা ‘ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে। বাঁকা চোখের ইশারাতে মন কেড়েছে আমায় পাগল করেছে’ এই গানটি আমি সুর করে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিলাম। উনি সেটা দেখে শুনে খুব পছন্দ করেছিলেন এবং গানটা রেকর্ডিং করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য রেকর্ডিং হওয়ার চার দিন আগেই উনি অসুস্থ হয়ে মারা যান। কিন্তু তারপর থেকে এই গান আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইনি।”
advertisement
এবার হেমন্ত মুখোপাধ্যায়ের সেই না গাওয়া গান তিনি নিজেই গাইলেন। এত বছর ধরে তিনি স্মৃতি, দুঃখ, কষ্ট আঁকড়ে ধরেছিলেন। তবে সেই গান তিনি কোনও শিল্পীকে দিয়ে গাওয়াননি। তবে পরবর্তীতে ঠিক করেন নিজেই সেই গান গাইবেন এবং জনসমক্ষে তুলে ধরবেন। সেইমত বৃহস্পতিবার একটি স্টুডিও থেকে তিনি এই গান রেকর্ড করেন। অতি শিঘ্রই সামনে আসবে সম্পূর্ণ গানটি। স্বপন দত্ত বাউলকে কমবেশি গোটা রাজ্যের মানুষ চেনেন।
advertisement
কারণ তাঁর গাওয়া বাউল গানের মধ্যে থাকে সচেতনতামূলক বার্তা। ভোট থেকে শুরু করে পথদূর্ঘটনা সহ নানা বিষয় নিয়ে তিনি একাধিক গান গেয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। বহু জায়গায় তিনি পুরস্কারও পেয়েছেন, রাষ্ট্রপতির কাছে সম্মানিতও হয়েছিলেন। তবে এবার আর বাউল নয়, গাইলেন আধুনিক গান। হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া সেই গান ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bangla Gaan: রেকর্ডিয়ের ৪ দিন আগেই...! হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া সেই গানই এবার বর্ধমানের শিল্পীর গলায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement