Bakkhali Tourism: বকখালি যাওয়ার প্ল্যান? এই বর্ষায় বকখালিতে নয়া চমক, সি-বিচে যা মিলছে...
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Bakkhali Tourism: বকখালির সমুদ্র সৈকতে এখন বড় চমক, যাওয়ার আগে জেনে নিন
বকখালি, নবাব মল্লিক: বকখালি সমুদ্র সৈকতে মাছভাজার স্বাদই আলাদা! তবে, এবার আর শুধু মাছভাজা নয়, হরেক কিসিমের সি-ফুডের দিকে ঝুঁকছে পর্যটকরা। অক্টোপাস, স্কুইড থেকে চিংড়ি… বকখালি সৈকতে সবকিছুই চেটেপুটে খাচ্ছেন পর্যটকরা।
ইলিশ ভাজা থেকে লটে মাছ ভাজা, সব কিছুই মিলবে বকখালির সৈকতে। দামও বাজেটের মধ্যে… ১০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন জিভে জল আনা সামুদ্রিক খানা! আগে শুধু সন্ধ্যার সময় স্টলে বিকোত এই সব খাবার। এখন দিনের বেলাতেও মিলছে নানা সি-ফুড। ফাঁকা সমুদ্র সৈকতে রয়েছে একের পর এক অস্থায়ী দোকান, সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত চলছে বিক্রিবাটা।
advertisement
বকখালির এই সমস্ত দোকানে পাওয়া যায় রকমারি মাছভাজা। প্লেটে করে সাজিয়ে রাখা হয় মাছ। প্লেট হিসাবে ১৫০ থেকে ৩৫০-এর মধ্যে বিক্রি হয় সেই মাছ। মাছগুলি টাটকা। পছন্দ মতো অর্ডার করলে আপনার সামনে ভাজা হয় সেই মাছ।
advertisement
কী থাকে সেই প্লেটে? ইলিশ, পমফ্রেট, ভেটকি, সামুদ্রিক চিংড়ি, লটে-সহ একাধিক জিভে জল আনা মাছের সম্ভার। আর যদি আপনি সি-ফুড ভালোবাসেন, তা হলে খেয়ে দেখতে পারেন স্কুইড, অক্টোপাস, মুরুলি। কাঁকড়া খেতে পছন্দ করলে সেটিও আছে।
advertisement
নবাব মল্লিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 2:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bakkhali Tourism: বকখালি যাওয়ার প্ল্যান? এই বর্ষায় বকখালিতে নয়া চমক, সি-বিচে যা মিলছে...









