ভ্যালেনটাইনস ডে সেলিব্রেট করতে ধরা পড়লেই দিয়ে দেওয়া হবে বিয়ে

Last Updated:

ভ্যালেনটাইনস ডে সেলিব্রেট করতে ধরা পড়লেই করতে হবে বিয়ে

#ভুবনেশ্বর: ১৪ ফেব্রুয়ারি অথার্ৎ প্রেম দিবসে মেতেছেন সারা বিশ্ব  ৷ আজ প্রেম প্রকাশ ও উদযাপনের দিন ৷ তাই প্রেমিক যুগলরা এদিনটার জন্য অপেক্ষা করে থাকেন ৷ কলেজ কাটিয়ে বা অফিসে ছুটি নিয়ে বিশেষ এই দিনটি সেলিব্রেট করেন মনের মানুষের জন্য ৷ তবে ওড়িশার প্রমিক প্রেমিকাদের জন্য এই বছরের  ভ্যালেনটাইনস ডে একটু অন্যরকম হতে চলেছে ৷ অন্যরকম বলতে একরকম ভয়েই কাটাতে হবে তাদের কারণ হুমকি দেওয়া হয়েছে প্রেম করতে দরা পড়লেই ধরে বিয়ে দিয়ে দেওয়া হবে ৷
আসলে এই দিনটি একদম পছন্দ করেন বজরঙ দল ৷ তাদের মতে ভ্যালেনটাইনস ডে ভারতীয় সভ্যতার সঙ্গে যায় না ৷ ভারতীয় ঐতিহ্য বিরোধী ৷ তাই সকল প্রমিক যুগলকে এই দিনটি যাতে তারা পালন না করে সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে বজরঙ দলের তরফে ৷  দলের কর্মীদের ভ্যালেনটাইনস ডে পালনের একদম বিরোধী ৷  এবছর বজরং কর্মীরা জানিয়ে দিয়েছেন, শহরে শহরে নানা জায়গায় মোতায়েন থাকবেন তাঁরা। যে সব দোকানে ভ্যালেনটাইন্স ডে-র ফুল, কার্ড ইত্যাদি বিক্রি হয়, সে সব দোকানেও চলেছে ভাঙচুর।
advertisement
এটাই প্রথামবার নয় ৷ এর আগের বছরও সরব হয় দলটি। এমনকী বেশ কেয়কজন প্রমিক যুগলকে এই দিনটি উদযাপন করার জন্য হেনস্থাও করেন দলের কর্মীরা ৷   তবে এবছরের হুমকিটা কিন্তু অন্যরকম ৷ জানানো হয়েছে, পার্ক বা শপিং মল যে কোনও জায়গায় প্রেম করছে এই অবস্থায় হাতেনাতে ধরতে পারলে, যুগলের মা-বাবার সামনেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
দলের এক কর্মী জানিয়েছে, প্রেম দিবস উদযাপনের নামে অনেক প্রেমিক যুগল এমন কিছু কুকর্ম করে থাকে যা আমাদের সংস্কার বিরোধী ৷ বিদেশের প্রভাব যাতে এদেশের যুব সমাজের উপর খারাপ প্রভাব না ফেলে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভ্যালেনটাইনস ডে সেলিব্রেট করতে ধরা পড়লেই দিয়ে দেওয়া হবে বিয়ে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement