Baba Vabga Future Prediction:২০২২-ও বিভীষিকাময়, প্লাবন থেকে ভাইরাসের আক্রমণ...আর কী কী ঘটতে চলেছে?ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

Last Updated:

খারাপ সময় এত তাড়াতাড়ি কাটবে না! ২০২২-ও বিভীষিকাময়! অন্তত এমনটাই ভবিষ্যৎবাণী ভাঙ্গেলিয়া পান্দেভা গুস্তেরভো-র (Vangeliya Pandeva Gushterova)। গোটা বিশ্বে তিনি পরিচিত বাবা ভাঙ্গা (Baba Vanga) নামে

#কলকাতা: সেই ২০২০ থেকে শুরু... তারপর টানা দু'বছর ধরে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব! মারণ ভাইরাস করোনার থাবা তছনছ করে দিয়েছে মানুষের জীবন! প্রিয় মানুষের মৃত্যু, টানা লকডাউন, বেকারত্ব...মানুষ দিশেহারা! ২০-র শেষে মনে হয়েছিল, এই বুঝি দুঃসময় শেষ হল! কিন্তু তেমনটা হয়নি! ২০২১ যেন আরও ভয়াবহ! করোনার কোপে প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ! আবার একটা বছর শেষের সময় এসে গেল! দেশবাসী ফের একবার প্রার্থনা করছেন, খারাপ সময় শেষ হয়ে উজ্জ্বল একটা বছর আসুক। সুষ্ঠভাবে খুশির হাওয়ায় কাটুক ২০২২!
কিন্তু না! খারাপ সময় এত তাড়াতাড়ি কাটবে না! ২০২২-ও বিভীষিকাময়! অন্তত এমনটাই ভবিষ্যৎবাণী ভাঙ্গেলিয়া পান্দেভা গুস্তেরভো-র (Vangeliya Pandeva Gushterova)। গোটা বিশ্বে তিনি পরিচিত বাবা ভাঙ্গা (Baba Vanga) নামে। এযাবৎকালে বহু ঘটনার ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা এবং তা মিলেও গিয়েছে (Baba Vabga Future Prediction)!
advertisement
advertisement
বুলগেরিয়া বাসিন্দা বাবা ভাঙ্গা (Baba Vanga) জন্ম থেকেই অন্ধ। বলা হয়, তিনি মনের চোখে দেখতে পান আগামীতে কী ঘটতে চলেছে এবং তা নাকি মিলেও যায়! ২০২২-এ কী কী ঘটতে চলেছে, তাও ইতিমধ্যে বলে দিয়েছেন বাবা ভাঙ্গা! তাঁর ভবিষ্যৎবাণী, ২০২২-এ এশিয়ার বহু দেশে আছড়ে পড়বে বিধ্বংসী বন্যা! ২০০৪ সালে সুনামির কথা আগাম জানিয়েছিলেন বৃদ্ধ! তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, বিশাল-বিশাল ঢেউ আছড়ে পড়বে সমুদ্রতটে, বহু মানুষের মৃত্যু হবে সেই প্লাবনে! সেই কথা মিলেও যায় অক্ষরে অক্ষরে!
advertisement
বাবা ভাঙ্গা বলেছেন আগামী বছরে সাইবেরিয়াতে এক ভাইরাসের খোঁজ পাবেন বিজ্ঞানীরা। এতদিন পর্যন্ত ভাইরাসটি বরফে জমে ছিল, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে এই প্রাণঘাতী ভাইরাস এবার জেগে উঠবে এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে! ক্রমে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে!
বাবা ভাঙ্গা (Baba Vanga) এও ভবিষ্যদ্বাণী করেছেন , ২০২২-এ বহু দেশে জলসংকট দেখা দিতে পারে। পাশাপাশি এলিয়েন বা ভিনগ্রহীরা ‘Oumuamua’ নামে একটি অ্যাসটেরয়েড পৃথিবীতে পাঠাবে। আগামী বছর ফের পঙ্গপালের আক্রমণেরও ভবিষ্যদ্বাণী করেছেন বৃদ্ধ। যা ক্ষেতের ফসলকে নষ্ট করে দেবে, ফলে দেশের খাদ্যভাণ্ডারে টান পড়তে পারে, বাড়তে পারে খাদ্য সামগ্রীর দামও। ভবিষ্যদ্বাণী এও বলেছেন, আগামী বছর মানুষের বেশিরভাগ সময়টাই কাটবে স্ক্রিনের সামনে! স্ক্রিন অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন। কাজেই বাবা-র কথা মিললে, আগামী বছরও মানুষের ওয়ার্ক ফ্রম হোম চলবে! অর্থাৎ ভাইরাসের বাড়বাড়ন্ত কমছে না!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baba Vabga Future Prediction:২০২২-ও বিভীষিকাময়, প্লাবন থেকে ভাইরাসের আক্রমণ...আর কী কী ঘটতে চলেছে?ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement