How to Stop Greying: শুধু তেলে মেশান এই ৩ উপাদান! বন্ধ হবে অকালপক্বতা, চুল হবে রেশমকোমল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
How to Stop Greying:একাধিক কারণ দায়ী দ্রুত চুল সাদা হয়ে যাওয়ার জন্য
অকালপক্বতা বা নির্ধারিত বয়সের আগেই চুল পেকে যাওয়ার সমস্যা এখন খুবই সাধারণ এবং নিত্য নৈমিত্তিক৷ তারুণ্যেই চুল পেকে যাচ্ছে আকছার৷ বংশগতির ধারা, উদ্বেগপূর্ণ জীবনযাপনের চাপ, খাদ্যাভ্যাস থেকে শুরু করে আরও একাধিক কারণ দায়ী দ্রুত চুল সাদা হয়ে যাওয়ার জন্য৷
চুল পেকে যাওয়া বা অকালপক্বতা রোধ করার জন্য বহু ঘরোয়া টোটকা আমরা ব্যবহার করি৷ আয়ুর্বেদেও অকালপক্বতা আটকানোর মহৌষধ আছে৷ প্রাচীন রীতিতে নানা উপাদানের সমাহারে চুল পাকার সমস্যা প্রতিরোধ করা যায় আয়ুর্বেদ অনুসারে৷
advertisement
চুলের পুষ্টিসাধনের জন্য আমলকি, ভৃঙ্গরাজ, জবাফুলের মতো উপকরণ দীর্ঘ দিন ধরেই আয়ুর্বেদে সমাদৃত৷ আমলা বা আমলকি, ভৃঙ্গরাজ, জবাফুল অকালপক্বতা রোধ করে৷ চুল রেশমকোমল করে তোলে৷ আপনার তেলে আয়ুর্বেদিক এই উপাদানগুলি নিয়মিত মেশান৷ তার পর সেই তেল চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন৷ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত তেলের প্রলেপ দিন৷ এতে সাদা হয়ে যাওয়া চুল হয়তো ফের কালো হবে না৷ কিন্তু অকালপক্বতা রোধ হবে৷ চুলের গুণমান ভাল হবে৷ বজায় থাকবে রেশমকোমল চাকচিক্যও৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 6:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
How to Stop Greying: শুধু তেলে মেশান এই ৩ উপাদান! বন্ধ হবে অকালপক্বতা, চুল হবে রেশমকোমল