How to Stop Greying: শুধু তেলে মেশান এই ৩ উপাদান! বন্ধ হবে অকালপক্বতা, চুল হবে রেশমকোমল

Last Updated:

How to Stop Greying:একাধিক কারণ দায়ী দ্রুত চুল সাদা হয়ে যাওয়ার জন্য

একাধিক কারণ দায়ী দ্রুত চুল সাদা হয়ে যাওয়ার জন্য
একাধিক কারণ দায়ী দ্রুত চুল সাদা হয়ে যাওয়ার জন্য
অকালপক্বতা বা নির্ধারিত বয়সের আগেই চুল পেকে যাওয়ার সমস্যা এখন খুবই সাধারণ এবং নিত্য নৈমিত্তিক৷ তারুণ্যেই চুল পেকে যাচ্ছে আকছার৷ বংশগতির ধারা, উদ্বেগপূর্ণ জীবনযাপনের চাপ, খাদ্যাভ্যাস থেকে শুরু করে আরও একাধিক কারণ দায়ী দ্রুত চুল সাদা হয়ে যাওয়ার জন্য৷
চুল পেকে যাওয়া বা অকালপক্বতা রোধ করার জন্য বহু ঘরোয়া টোটকা আমরা ব্যবহার করি৷ আয়ুর্বেদেও অকালপক্বতা আটকানোর মহৌষধ আছে৷ প্রাচীন রীতিতে নানা উপাদানের সমাহারে চুল পাকার সমস্যা প্রতিরোধ করা যায় আয়ুর্বেদ অনুসারে৷
advertisement
চুলের পুষ্টিসাধনের জন্য আমলকি, ভৃঙ্গরাজ, জবাফুলের মতো উপকরণ দীর্ঘ দিন ধরেই আয়ুর্বেদে সমাদৃত৷ আমলা বা আমলকি, ভৃঙ্গরাজ, জবাফুল অকালপক্বতা রোধ করে৷ চুল রেশমকোমল করে তোলে৷ আপনার তেলে আয়ুর্বেদিক এই উপাদানগুলি নিয়মিত মেশান৷ তার পর সেই তেল চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন৷ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত তেলের প্রলেপ দিন৷ এতে সাদা হয়ে যাওয়া চুল হয়তো ফের কালো হবে না৷ কিন্তু অকালপক্বতা রোধ হবে৷ চুলের গুণমান ভাল হবে৷ বজায় থাকবে রেশমকোমল চাকচিক্যও৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
How to Stop Greying: শুধু তেলে মেশান এই ৩ উপাদান! বন্ধ হবে অকালপক্বতা, চুল হবে রেশমকোমল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement